লাল ও সবুজ

হোলি হল রঙের উত্‍সব... তা রঙিন জামা, সিনেমার মত রঙিন জীবনও তো সবার পছন্দ.. কিন্তু কারও কারও কাছে রঙ জিনিসটা বড্ড স্পর্শকাতরও বটে... কারও কারও কোনও কোনও রঙে বড় ভয় থাকে ... তাই হোলির আগে বিধিবদ্ধ সতর্কীকরণের ঢঙে শুনিয়ে রাখছি কিছু মানুষের রঙ বিভীষিকার কথা... হোলি খেলার সময় সব সময় খেয়াল রাখবেন এই সতর্কীকরণের কথা...

Updated By: Mar 22, 2013, 05:50 PM IST

রঙ যখন ভয় দেখায়!!!
পার্থ প্রতিম চন্দ্র

হোলি হল রঙের উত্‍সব... তা রঙিন জামা, সিনেমার মত রঙিন জীবনও তো সবার পছন্দ.. কিন্তু কারও কারও কাছে রঙ জিনিসটা বড্ড স্পর্শকাতরও বটে... কারও কারও কোনও কোনও রঙে বড় ভয় থাকে ... তাই হোলির আগে বিধিবদ্ধ সতর্কীকরণের ঢঙে শুনিয়ে রাখছি কিছু মানুষের রঙ বিভীষিকার কথা... হোলি খেলার সময় সব সময় খেয়াল রাখবেন এই সতর্কীকরণের কথা...
লাল-- দিদির কাছের পাত্ররা রঙ নিয়ে তো সব সময় তটস্থ... আর যাই পর, লাল রঙের কিছু পরাই যাবে না দিদির সামনে.. লাল দেখলেই দিদি খুব রেগে যান.. একবার কোনও এক জেলার মিটিংয়ে স্থানীয় এক নেতা লাল পাঞ্জাবি পরে দিদির সঙ্গে মঞ্চে উঠেছিলেন.. দিদি রেগে বলেছিলেন, তোমার কি ওই রঙের ছাড়া আর জামা নেই.. শোনা যায় এলাকায় খুব জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেই `লাল` ঘটনার পর সেই নেতার কোনও এক অজ্ঞাত কারণে ভোটে দাঁড়ানো হয়নি...সেই কারণটা রঙ ভীতিও হতে পারে বলে শোনা গেছে... এখন তো দিদির কোপ থেকে সব নেতা-মন্ত্রীরা বাঁচতে সবুজ রঙের পাঞ্জাবির দোকানে লাইনে দাঁড়ান... তাই বলি ওনার ঘনিষ্ঠ হতে চাইলে মানে কোনও কমিটি-টমিটির মেম্বার হতে চাইলে ওনার পায়ে লাল আবীর মোটেও দিতে যাবেন না.. সাদা মনে লাল রঙ লাগানোর পর হয়ত শুনতেই পারেন, `এই লোকটা মাওবাদী, ওকে ধরো!!!`

লালের অন্য মানে-- দক্ষিণ আফ্রিকায় লাল হল মৃত্যুর প্রতীক। তাই সাবধান নেলসন ম্যান্ডেলার দেশের মানুষদের সঙ্গে লাল রঙ নিয়ে হোলি খেলবেন না...

সবুজ-- এই একটা রঙ দেখলেই একেবারে আঁতকে ওঠেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি...এমনিতে আমাদের মাহি অকুতভয়.. বড় বড় বোলারদের বল একেবারে হেলিকপ্টার শট মেরে বল মাঠের বাইরে পাঠিয়ে দেন.. কিন্তু সেই ডেয়ারডেভিল ধোনি সবুজ রঙ দেখলেই কেমন যেন গুটিয়ে যান .. আসলে পিচের রঙ সবুজ হলেই ধোনি বুঝে যান আমারে বোধিবে যে সবুজে গজিছে সে...এশিয়ার বাইরে বিদেশের মাটিতে গেলেই পিচে যখন দেখেন সবুজে সবুজ....তখন ঢোঁক গেলেন ধোনি.. ভাবেন সবুজ পিচে তার ব্যাটিং গড়ের মতই অধিনায়কের রেকর্ডও ভারী বেদনার.. সবুজ পিচে পরপর আটটা টেস্ট হেরেছেন..খয়েরি থেকে সবুজ পিচে পড়লেই মিস্টার কুলের ব্যাটিং গড় ধপ কর নেমে যায়... সেই নামাটা অনেকটা মরুভূমি থেকে তুন্দ্রা অঞ্চলে গেলে তাপমাত্রার যেমন ফারাক হয় তেমন আর কী...তাই সবুজে অবুঝ ধোনির চোখ বুজে আসে...
কী বুঝলেন-- ধোলির এই রঙের মরসুমে ধোনি আবার এখন ব্রাউন না হোয়াইটওয়াশ করতে ব্যস্ত .... কে জানে মাইকেল ক্লার্ক আবার না তাঁকে সবুজ আবীর মাখাতে আসেন.. তবে যে যাই করুন না কেন আপনি যেন কখনই সবুজ আবীর/রঙ মাখাতে যাবেন না মাহিকে... ভারতের অধিনায়কের কাছে সবুজ রঙের জামাও এড়িয়ে চললে ভাল হয়!
( আরও কিছু--মুয়াম্মর গদ্দাফির আমলে লিবিয়ার জাতীয় পতাকা ছিল ঘন সবুজ রঙের। পতাকায় সবুজ ছাড়া কোনও প্রতীক, চিহ্ণ ছিল না... দীর্ঘ আন্দোলনের পর স্বৈরাচারী শাসক গদ্দাফিকে সরানোর পর লিবিয়ায় ঘৃণার রঙ এখন সবুজ.. তাই লিবিয়ায় হোলি খেলতে গেলে ওই রঙটা এড়িয়ে চলবেন প্লিজ।)

পড়ুন কালো রঙ কাকে ভয় দেখায়


পড়ুন গেরুয়ার ভয়ে ভীত কে


পড়ুন হলুদ রঙ কার কাছে বিভীষিকার মত

.