দশম শ্রেণি পাশ করলেই ভারতীয় নৌ বাহিনীতে চাকরি, বেতন প্রায় ১ লক্ষ টাকা

মোট ৪০০টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় নৌ বাহিনী। ইচ্ছুক প্রার্থীরা নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। নাবিক, এমআর পদের জন্য আবেদন করুন আজই। আবেদনের শেষ তারিখ ১ অগাস্ট। 

Updated By: Jul 28, 2019, 04:11 PM IST
দশম শ্রেণি পাশ করলেই ভারতীয় নৌ বাহিনীতে চাকরি, বেতন প্রায় ১ লক্ষ টাকা

Indian Navy recruitment 2019: মোট ৪০০টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় নৌ বাহিনী। ইচ্ছুক প্রার্থীরা নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। নাবিক, এমআর পদের জন্য আবেদন করুন আজই। আবেদনের শেষ তারিখ ১ অগাস্ট। 

কম্পিউটর বেসড পরীক্ষা, ফিজিকাল ফিটনেস টেস্ট এবং মেডিক্যাল টেস্টগুলিতে পাশ করতে হবে প্রার্থীকে। মোট ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর করে। প্রশ্নপত্র হবে ইংরাজি এবং হিন্দি দুই ভাষাতেই। পরীক্ষার সময় ৩০ মিনিট। প্রতিটি ভুল উত্তরে জন্য .২৫ নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অন্তত দশম শ্রেণি উত্তির্ণ হতে হবে। 

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। 

জেনে নিন আবেদন করবেন কীভাবে 
Step 1: অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.gov.in-এ যান
Step 2: হোমপেজের নিচের দিকে apply online লেখা অংশে ক্লিক করুন 
Step 3: রেজিস্ট্রেশন লেখা অপশনে ক্লিক করুন 
Step 4: বিস্তারিত তথ্য দিন
Step 5: রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করুন 
Step 6: ফর্ম ভরুন এবং ছবি আপলোড করুন
Step 7: আবেদন ফি জমা করুন

বেতনক্রম: প্রশিক্ষণ চলাকালীন ১৪,৬০০ টাকা দেওয়া হবে। রিক্রুটমেন্টের পর মাসিক বেতন হবে ৪৭,৬০০ টাকা থেকে ১ লক্ষ ৫১ হাজার টাকা পর্যন্ত। সঙ্গে অন্যান্য ভাতা এবং ৫২০০০টাকা ডি এ

.