রাজ্যের ১৯টি জেলায় ৭,২২৮টি শূন্যপদে শুরু হল কর্মী নিয়োগ!
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারেন এই নিয়োগ পত্রে।
নিজস্ব প্রতিবেদন: এবার বেসরকারি সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি দেখা গেল অনলাইনে। পশ্চিমবঙ্গের ১৯টি জেলায় (পুরুলিয়া, মালদা, হুগলী, জলপাইগুরি, কোচবিহার, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, বীরভূম, পশ্চিম বর্ধমান) শূন্য পদে শুরু হতে চলেছে কর্মী নিয়োগ। ৭,২২৮টি শূন্য পদে শুরু হবে কর্মী নিয়োগ। Human Industrial (OPC) Pvt. Ltd- অন্তর্ভুক্ত জীবন বাঁচান পরিবার ওয়েলফেয়ার সোসাইটি একটি NGO।
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারেন এই নিয়োগ পত্রে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাশ থেকে স্নাতক হতে হবে।
District Managing Operator-এ মোট শূন্যপদের সংখ্যা ৭০টি।
Block Managing Operator-এ মোট শূন্যপদের সংখ্যা ৬৮০টি।
Panchayat Seiling Operator-এ মোট শূন্যপদের সংখ্যা ৬,৪৭৮টি।
এই তিনটি পদের বেতন ৭,৮২০ টাকা থেকে ৪২,৫০০ টাকা।
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইলে www.hiplopc.in.- এই ওয়েসাইটে আবেদন করতে পারেন।
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে ফর্ম ফিলআপ করার পর রেজিস্ট্রেশন বাবদ ৮০ টাকা দিতে হবে।
আবেদনকারী এই পদের জন্য আবেদন করলে সংস্থা থেকে সরাসরি SMS করে বা চিঠি দিয়ে ইন্টারভিউতে ডাকা হবে।
চলতি বছরের ৪ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে এই আবেদন করতে পারবেন। আবেদন করার ২-৩ মাসের মধ্যেই ইন্টারভিউতে ডাকা হবে।