রাজ্যের ১৪৯৭টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করবে স্বাস্থ্য দফতর
অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত।
![রাজ্যের ১৪৯৭টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করবে স্বাস্থ্য দফতর রাজ্যের ১৪৯৭টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করবে স্বাস্থ্য দফতর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/11/13/218366-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিসে ১৩২৯ জন জেনারেল ডিউটি অফিসার এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ কাম অ্য়াডমিনিস্ট্রেটিভ সার্ভিসে ১৬৮ ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস: জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: ১৩২৯।
বেতনক্রম: পে ব্যান্ড ফোর-এ অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৫৮০০ টাকা ও অন্যান্য ভাতা।
যোগ্যতা: পদ অনুযায়ী যোগ্যতা দেখে নিন ওয়েবসাইট থেকে।
বয়সসীমা: মেডিক্যাল গ্রাজুয়েটেদের বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর এবং পোস্ট গ্রাজুয়েট যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন এবং শর্ত পূরণ হতে হবে১ জানুয়ারী ২০১৯ তারিখের হিসাবে।
আবেদনে ফি: আবেদনের ফি ২১০ টাকা।
আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।