মুম্বাইয়ের এই ছয় স্পটে তারারা মাটিতে নামে

মায়া নগরী মুম্বাই, আসালে তারাদের দেশ। ভারতের এই শহরই যুগ যুগ ধরে সেলুলয়েডের তারাদের সাম্রাজ্য। অনেকেই ভাগ্যান্বেষনে মুম্বাই পাড়ি জমান। আবার অনেকে তাঁদের পছন্দের স্টারকে একবার চোখের দেখার সাধ নিয়ে নোঙ্গর ভেড়ান আরব সাগরের তীরে। কিন্তু মুম্বাইয়ের সর্বত্র তো আর তাঁদের দেখা মেলে না। তারা বলে কথা। তবে এমন ছয়টি জায়গা রয়েছে যেখানে গেলে আপনার ড্রিম গার্ল বা হার্ট থ্রবকে আপনি দেখে ফেলতে পারেন। সেই জায়গাগুলি কী কী, জেনে নিন-

Updated By: Dec 11, 2016, 02:25 PM IST
মুম্বাইয়ের এই ছয় স্পটে তারারা মাটিতে নামে

ওয়েব ডেস্ক: মায়া নগরী মুম্বাই, আসালে তারাদের দেশ। ভারতের এই শহরই যুগ যুগ ধরে সেলুলয়েডের তারাদের সাম্রাজ্য। অনেকেই ভাগ্যান্বেষনে মুম্বাই পাড়ি জমান। আবার অনেকে তাঁদের পছন্দের স্টারকে একবার চোখের দেখার সাধ নিয়ে নোঙ্গর ভেড়ান আরব সাগরের তীরে। কিন্তু মুম্বাইয়ের সর্বত্র তো আর তাঁদের দেখা মেলে না। তারা বলে কথা। তবে এমন ছয়টি জায়গা রয়েছে যেখানে গেলে আপনার ড্রিম গার্ল বা হার্ট থ্রবকে আপনি দেখে ফেলতে পারেন। সেই জায়গাগুলি কী কী, জেনে নিন-

১) পৃথ্বী কাফে- জুহু। ঐতিহ্যপূর্ণ 'পৃথ্বীরাজ থিয়েটার'-এর পাশেই এই কাফে।

২) ট্রিস্ট- লোয়ার প্যারেল। এই পশ ক্লাবে প্রায়শই দেখা মেলে বলি সেলেবদের। কপাল ভাল হলে তাঁদের সঙ্গে নাচে পাও মেলাতে পারেন আপনি।

আরও পড়ুন- স্ত্রী কিরণ রাওকে সারপ্রাইজ দিতে চান আমির খান! জানেন কেন?

৩) জে ডব্লু ম্যারিয়ট- জুহু।

৪) ফিল্ম সিটি, ফিল্মিস্তান, মেহবুব স্টুডিও, কমলিস্তান স্টুডিও এবং আর কে ফিল্মসের মতো স্টুডিওগুলোতেও তারাদের সঙ্গে দেখা হতে পারে আপনার।

৫) এছাড়া, মান্নত, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বা জলসার সামনে দিয়ে গেলেও আচমকা আপনাকে দর্শণ দিতে পারেন তাঁরা।

৬) এক্সো, পাল্যাডিয়াম- লোয়ার প্যারেল। এই অভিজাত রেস্তোরাঁতে খেতে গেলেও আপনার চখের সামনে তারা খসতেই পারে।

তাহলে, আর কি, চলুন বেড়িয়ে পরি...তারাদের দেশে।

আরও পড়ুন- আব্দুল 'রইস' লতিফ!

.