সরকারের থাবা এবার অ্যাকাডেমির ঘাড়ে
শিক্ষা, পুলিস প্রশাসনের পর এবার শিল্প সংস্কৃতি ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠল। সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সংস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছে সরকার।
শিক্ষা, পুলিস প্রশাসনের পর এবার শিল্প সংস্কৃতি ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠল। সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সংস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছে সরকার। এর প্রতিবাদে আজ কলকাতা প্রেস ক্লাবে সরব হন একসময়ের পরিবর্তনকামী বিশিষ্টজনেদের একাংশ। নাট্যব্যক্তিত্ব থেকে চিত্রশিল্পী অধিকাংশেরই বক্তব্য, স্বশাসিত অ্যাকাডেমিতে রাজনৈতিক দখলদারি কোনওমতেই মেনে নেবেন না তাঁরা।
পুরো বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষ। সংস্থার ভবিষ্যত্ নিয়ে উদ্বিগ্ন একসময় পরিবর্তনকামী বিশিষ্টজনেদের একাংশও। তাঁদের আশঙ্কা, কলকাতার শিল্প-কলা সংস্কৃতির এই পীঠস্থান নিজেদের দখলে নিতে চাইছে রাজ্য সরকার। সোমবার সাংবাদিক বৈঠকে রীতিমত কড়া ভাষায় এর বিরোধিতা করেন চিত্রশিল্পী এবং নাট্যজগতের বিশিষ্টজনেরা।
সকলেরই বক্তব্য, সাংস্কৃতিক প্রাণকেন্দ্র অ্যাকাডেমিতে রাজনীতি কোনওভাবেই কাম্য নয়।