রুক্মিনীর জন্য কবিতা লিখে 'ট্রোলড'! পালটা ভালবাসা জানিয়ে ভক্তদের হৃদয় জিতে নিলেন দেব
দেবের কবিতা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়
নিজস্ব প্রতিবেদন: বিশেষ বান্ধবী রুক্মিনী মৈত্রের প্রতি ভালবাসা প্রকাশ করেছিলেন দেব। প্রিয় বান্ধবীকে উদ্দেশ্য করে কয়েক লাইন কবিতাও লিখে ফেলেন দেব। রুক্মিনী নিজের ওয়ালে দেবের সেই কবিতা শেয়ার করার পরই ট্রোলের মুখে পড়েন সাংসদ অভিনেতা।
আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুর এক মাস পূর্ণ, প্রিয় মানুষের স্মৃতিতে প্রথম পোস্ট অঙ্কিতার
তবে দেবের কবিতা দেখে যাঁরা নাক সিটকে কটাক্ষ করতে শুরু করেন, তাঁদের বিরুদ্ধে কোনও বিষোদগার করেননি অভিনেতা। উলটে যাঁরা কবিতা দেখে তাঁকে দু' চার কথা শুনিয়েছেন, তাঁদের প্রতি ভালবাসা প্রকাশ করেন দেব। সাংসদ অভিনেতা দেবের সেই মনের জোরকেই কুর্ণিশ জানিয়েছেন তাঁর ভক্তরা।
Just ignore Dev... They just need your attention. That's it. You didn't only make Ruk di smile.. Even we smiled seeing the poem.. Onekkhon por mood bhalo hoyechilo tomar poem dekhe... That's all matter.. Just ignore negativity as always.
— Mrs.Dev Adhikari (@Ummay_K_Sumaita) July 14, 2020
Loved your spirit... I myself had a spat with few friends on this issue. All that matters if the desired smile was achieved where it was first intended to be. Let the rest be ignored. Cheers!
— Shreyas S. Dasgupta (@I_am_Shreyas) July 14, 2020
Arey ami toh shudhu Line likhechilam...Kobita toh social Media holo
— Dev (@idevadhikari) July 14, 2020
Arey Amar bhai....
Lovers can Love
Haters can Hate
Trollers can Troll...
N Media.....HmmmmmHahahahah...
I was trying to get a smile on her face...But now so many are smiling(reasons may b different) https://t.co/25s3Rj8chE— Dev (@idevadhikari) July 14, 2020
বান্ধবীকে উদ্দেশ্য করে কবিতা লেখার পর তাঁর বিরুদ্ধে বিষোদগার করেও অভিনেতার ভালবাসা পেয়েছেন সামাজিক মাধ্যমের 'হেটাররা'। শুধু তাই নয়, দেব যে তাঁর বিরুদ্ধে হওয়া সমালোচনাকে একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা ভক্তদের ট্যুইটের পালটা ট্যুইটে স্পষ্ট জানিয়ে দেন অভিনেতা। ফলে দেবের এই মনের জোর দেখে ভক্তদের একাংশ তাঁর প্রতি আরও বেশি করে ভালবাসা প্রকাশ করতে শুরু করেন।