এখানে আসব বলে চুলে লাল রং করেছি, Brigade-এ দেখা হবে, খেলা হবে : Sreelekha
শ্রীলেখা জনসমক্ষেই বললেন, ''এখানে আসব বলে চুলে লাল রং করিয়েছি। ভয় নেই সবুজ, গেরুয়া করব না।''
নিজস্ব প্রতিবেদন : বরাবই তিনি বাম সমর্থক। আর তা নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এবার প্রকাশ্যেই বামেদের মঞ্চে দেখা গেল শ্রীলেখাকে। যাদবপুরে শহিদ কমরেড মইদুল ইসলাম মিদ্য়া স্মরণে আয়োজিত একটি সভায় দেখা গেল তাঁকে। জনসমক্ষেই বললেন, ''এখানে আসব বলে চুলে লাল রং করিয়েছি। ভয় নেই সবুজ, গেরুয়া করব না।''
যাদবপুরে বামেদের সভায় যোগ দেওয়ার ভিডিয়ো নিজেই ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। ক্যাপশানে বামেদের হয়ে ভোটও চেয়েছেন তিনি। যাদবপুরের সভায় বামেদের ব্রিগেডের থিম মিউজিক, 'টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব/ চেন ফ্ল্যাগে মাঠ সাজাবো'র প্রশংসাও শোনা গেল শ্রীলেখার (Sreelekha Mitra) গলায়। জানান, তাঁর গানটি বেশ পছন্দ হয়েছে। তাঁর কথায়, এই গান জনগণের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপনে সাহায্য করবে। প্রসঙ্গক্রমে শ্রীলেখা বলেন, তাঁর নামও 'টুম্পা'। তিবি তাঁর বাবা ফেসবুকে জানিয়েছেন ''বাবা, সবাই আমাকে নিয়ে ব্রিগেড যেতে চাইছে, আমি কি যাবো? কোনও দুষ্টুমি করব না, শুধু প্রস্তুতি পর্ব চলবে, দেখা হবে, খেলা হবে তো তাই।'' জনগণের উদ্দেশ্যে শ্রীলেখার প্রশ্ন, ''এদিনের এই সভা, অন্যসভার থেকে একটু আলাদা মনে হচ্ছে না কি? তৃণমূল কিংবা বিজেপির সভায় কথা বলার ধরণ, এবং মানুষগুলোর থেকে আলাদা লাগছে না কি? তার অর্থ শিক্ষা।'' শ্রীলেখার সাফ কথা, পরিবর্তন চাইলে বামেদের থেকে বিকল্প কিছু হতে পারে না।
আরও পড়ুন-'প্যারোডি হোক, তবে টুম্পার গায়ে যেন রাজনীতির রং না লাগে', মত গানের স্রষ্টার
এদিনের সভা থেকে ভ্যালেন্টাইন্স ডে-তে বজরং দলের পোস্টার নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি বলেন, বজরং দলের পোস্টার নিয়ে ফেসবুকে লিখেছিলেন বলে, তাঁর বাবা ভয় পেয়েছেন। আজ আমরা এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি। এদিন টলিপাড়ায় তারকাদের দলবদল নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী। বলেন, ''আমি বিক্রি হইনি। আমাদের শিরদাঁড়া যেখানে নত হওয়ার সেখানেই শুধু হয়।''
Posted by Sreelekha Mitra on Tuesday, 23 February 2021
শ্রীলেখার মইদুল ইসলাম মিদ্য়া স্মরণে বামেদের সভায় যোগ দেওয়ার পর অনেকের মনেই প্রশ্ন শ্রীলেখা মিত্র কি এবার সরাসরি রাজনীতিতে যোগ দেবেন? যদিও এর আগে শ্রীলেখা জানিয়েছিলেন, তিনি এখনই রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত নন। তবে এদিনের সভায় শ্রীলেখার (Sreelekha Mitra) কথা শুনে একটা বিষয় বেশ স্পষ্ট, ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডে তাঁকে দেখা যেতে পারে।
আরও পড়ুন-বামেদের গানে নাম নিয়ে টানাটানি, বিষম খাচ্ছেন 'টুম্পা' Sudipta