বাহুবলির পর এবার তৈরি হন 'রুদ্রমাদেবী'র অপেক্ষায়
বাহুবলির জয়যাত্রা এখনও অব্যাহত। তার মধ্যেই এবার মুক্তি পেতে চলেছে প্রথম ঐতিহাসিক থ্রিডি ছবি রুদ্রমাদেবী। আগামী ৯ অক্টোবর সারা বিশ্বে রুদ্রমহাদেবী রিলিজ করছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও অভিষেক পিকচার্স।
ওয়েব ডেস্ক: বাহুবলির জয়যাত্রা এখনও অব্যাহত। তার মধ্যেই এবার মুক্তি পেতে চলেছে প্রথম ঐতিহাসিক থ্রিডি ছবি রুদ্রমাদেবী। আগামী ৯ অক্টোবর সারা বিশ্বে রুদ্রমহাদেবী রিলিজ করছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও অভিষেক পিকচার্স।
গণশেখর পরিচালিত ছবিতে রয়েছেন অনুষ্কা শেঠি, আল্লু অর্জুন, রানা ডগ্গুবাতি, বিক্রমজিত্ বিরক, প্রকাশ রাজ, কৃষ্ণম রাজু, নিত্য মেনন, বাবা সেহগল, ক্যাথরিন ট্রেসা সহ অন্যান্যরা। তৃতীয় শতকের কাকাতিয়া বংশের রানি রুদ্রামাদেবীর জীবন অবলম্বনে এই ছবি হিন্দি, তামিল, কন্নড়, মলায়লম ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
ছবিতে মিউজিক দিয়েছেন ইলিয়ারাজা। কস্টিউম ডিজাইন করেছেন নীতা লুলা।