রামায়ণ, মহাভারতের পর এবার আসছে শ্রীকৃষ্ণ

দূরদর্শন ন্যাশানাল এবং প্রসার ভারতীর ট্যুইটার হ্যান্ডেলে শ্রীকৃষ্ণ সম্প্রচার করা হবে বলে ট্যুইট করা হয়

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 24, 2020, 12:16 PM IST
রামায়ণ, মহাভারতের পর এবার আসছে শ্রীকৃষ্ণ

নিজস্ব প্রতিবেদন : রামায়ণ, মহাভারতের পর এবার আসছে শ্রীকৃষ্ণ। শিগিগিরই দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হবে শ্রীকৃষ্ণ। দূরদর্শন ন্যাশানাল এবং প্রসার ভারতীর ট্যুইটার হ্যান্ডেলে শ্রীকৃষ্ণ সম্প্রচার করা হবে বলে ট্যুইট করা হয়। এরপর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা চোখে পড়তে শুরু করে।

লকডাউনের জেরে রামায়ণ, মহাভারতের পর শক্তিমান, বোমকেশ বক্সি,রজনী, সার্কাস-সহ একাধিক শো নতুন করে সম্প্রচার করা হবে বলে জানানো হয়। এসবের পাশাপাশি এবার শ্রীকৃষ্ণও ফিরে আসছে বলে খবর।

এদিকে রামায়ণের তুমুল জনপ্রিয়তার পর এবার ভাইরাল হতে শুরু করেছে পর্দার রাম, সীতার একাধিক ছবি এবং ভিডিয়ো। কখনও রামারয়ণের পর্দার রাম নিজস্ব ট্যুইটার হ্যান্ডেল খুলতে শুরু করেছেন আবার কখনও পর্দার সীতার সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদীর ছবি ভাইরাল হতে শুরু করেছে।

.