প্রয়াত অজয় দেবগণের বাবা বীরু দেবগণ
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত অজয় দেবগণের বাবা তথা কাজলের শ্বশুরমশাই বীরু দেবগণ। সোমবার সকালে মুম্বইতেই মৃত্যু হয় তাঁর। জানা যাচ্ছে, এদিন সকালেই তিনি অসুস্থবোধ করলে তাঁকে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। এদিন সন্ধে ৬টায় মুম্বইয়ের ভিলে পার্লে হাসপাতালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।
Veeru Devgan passed away this morning [27 May 2019]... Father of Ajay Devgn... Veeru ji was an accomplished action director... Also directed #HindustanKiKasam, starring son Ajay with Amitabh Bachchan... Funeral will be held today at 6 pm... Heartfelt condolences to Devgn family.
— taran adarsh (@taran_adarsh) May 27, 2019
বলিউডে অ্যাকশন ডিরেক্টর ও চিত্র নির্মাতা হিসাবে তাঁর যথেষ্ঠ খ্যাতি রয়েছে। দেড়শোরও বেশি ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন ভিরু দেবগণ। তাঁর পরিচালিত 'হিন্দুস্থান কি কসম' ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগণ, মণীষা কৈরালা ও সুস্মিতা সেন। ক্রান্তি, সিংহাসন, সৌরভ সহ বেশকিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছিল বীরু দেবগণকে।
বীরু দেবগণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের বহু ব্যক্তিত্ব।
RIP Veeru Devgan ji.Just came to know about this sad news. As an Action Director always ahead of his times & as human being par excellence. I became a stuntman with his blessings on 8th August, 1980 as he signed my application to become a stuntman & made me part of his team.
— Sham kaushal (@ShamKaushal) May 27, 2019
Sad to know that veteran action director #VeeruDevgan ji is no more. He ws a genius in choreographing fights on the big screen, when there were no facilities available. My heart felt condolences to @ajaydevgn & the entire family.
Funeral at Vile Parle (W) at 6 pm today.
— Ashoke Pandit (@ashokepandit) May 27, 2019
শেষবার গত ফেব্রুয়ারি মাসেই অজয় দেবগণের ছবি 'টোটাল ধামাল'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল বীরু দেবগণকে।