খিলাড়ির ৪০ কোটির উপাখ্যান
বলিউডে এখন ১০০ কোটি বাজেটের রমরমা। এই বিপুল বাজেটে প্রযোজকদের লক্ষ্মীলাভ হচ্ছে কী না সেই নিয়ে সন্দেহ থাকলেও অভিনেতারা যে পারিশ্রমিকের বহর বাড়িয়েই চলেছেন সেটা স্পষ্ট। ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে অক্ষয় কুমারের পারিশ্রমিক। শোনা যাচ্ছে উনিই নাকি এখন বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। তাঁর পারিশ্রমিকের অঙ্ক এখন ৪০ কোটি। বলিউডের এতদিনের সবচেয়ে `দামী` অভিনেতা ছিলেন সলমন খান। অক্ষয় এখন তাঁকেও ছাড়িয়ে গিয়েছেন।
বলিউডে এখন ১০০ কোটি বাজেটের রমরমা। এই বিপুল বাজেটে প্রযোজকদের লক্ষ্মীলাভ হচ্ছে কী না সেই নিয়ে সন্দেহ থাকলেও অভিনেতারা যে পারিশ্রমিকের বহর বাড়িয়েই চলেছেন সেটা স্পষ্ট। ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে অক্ষয় কুমারের পারিশ্রমিক। শোনা যাচ্ছে উনিই নাকি এখন বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। তাঁর পারিশ্রমিকের অঙ্ক এখন ৪০ কোটি। বলিউডের এতদিনের সবচেয়ে `দামী` অভিনেতা ছিলেন সলমন খান। অক্ষয় এখন তাঁকেও ছাড়িয়ে গিয়েছেন।
`হাউসফুল টু` আর `রাউডি রাঠোর`। পরপর দু`টো হিট ছবির পর খেলায় অনেকটাই এগিয়ে গেছেন বলিউডের `খিলাড়ি নাম্বার ওয়ান`। আর তারপরই অক্ষয় হেঁকেছেন ৪০ কোটি। যদিও শোনা যাচ্ছে, অযাচিত ছবি এড়াতেই তাঁর এই পদক্ষেপ। অক্ষয়ের ঘনিষ্ট এক সুত্র মিডিয়াকে জানান, সব পরিচালকরা আক্কিকে এই পারিশ্রমিক দিতে পারবেন না। তাঁর বক্তব্য, যারা পারবেন, ধরেই নেওয়া যায়, তাঁরা যথেষ্ট উচ্চমানের হবেন এবং সেই বাছাই করা ছবিই করবেন তিনি।
খিলাড়ি যে এখন পুরো মনোযোগটাই তাঁর প্রযোজিত ছবি `ওহ মাই গড`-এর ওপর দিচ্ছেন সেটাও জানিয়ে দেন তিনি। ব্যবসায়িক ক্ষেত্রে এই ছবি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপুর্ণ।
শোনা যাচ্ছে অক্ষয় কুমার মূলত তাঁর লাভের দিকটা খেয়াল রাখবেন। পারিশ্রমিকের ক্ষেত্রে কোনওরকম আপসের পথে হাঁটবেন না তিনি। তবে তাঁর বন্ধু সাজিদ খানের ক্ষেত্রে হয়ত এতটা কঠোর নাও হতে পারেন তিনি। `খিলাড়ি নাম্বার ওয়ান`-কে তাঁর পরবর্তি ছবি `জোকার`-এ দেখা যাবে। আর তখন `বক্স অফিস`ই বলে দেবে, অক্ষয় কুমারের এই পারিশ্রমিক পরিচালকরা মেনে নেবেন কিনা।