Akshay Kumar Blames Kapil Sharma: একের পর এক ফ্লপ, কপিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অক্ষয়

Akshay Kumar Blames Kapil Sharma: অক্ষয়কে শোয়ে ওয়েলকাম জানিয়ে কপিল শর্মা বলেন, ‘ভাই, আপনি প্রতি জন্মদিনে এক বছর করে ছোট কী করে হয়ে যাচ্ছ?’ কপিলের প্রশ্ন শুনে তাঁকে সাফ জবাব দেন অক্কি। সুপারস্টার বলেন, ‘এই লোকটা সব বিষয়ে আমাকে নজর দেয়'।

Updated By: Sep 4, 2022, 04:39 PM IST
Akshay Kumar Blames Kapil Sharma: একের পর এক ফ্লপ, কপিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অক্ষয়

Akshay Kumar, Kapil Sharma, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বক্স অফিসের খিলাড়ি অক্ষয় কুমার। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। এই বছরে এখনও অবধি হিটের মুখ দেখেননি অক্কি। বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন, পরপর তিনটি ছবিই বক্স অফিসে অসফল। সম্প্রতি একটি টেলিভিশন শোয়ে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অক্ষয়। সেই শোয়ের সঞ্চালক ছিলেন কপিল শর্মা। শোয়ে এসে সরাসরি কপিলের বিরুদ্ধে অভিযোগ করে বসলেন অভিনেতা।

আরও পড়ুন: Kartik Aaryan-Kiara Advani: কিয়ারার সঙ্গে শুরু 'প্রেম কাহিনী', সোশ্যাল মিডিয়ায় পোস্ট কার্তিক আরিয়ানের

অক্ষয়কে শোয়ে ওয়েলকাম জানিয়ে কপিল শর্মা বলেন, ‘ভাই, আপনি প্রতি জন্মদিনে এক বছর করে ছোট কী করে হয়ে যাচ্ছ?’ কপিলের প্রশ্ন শুনে তাঁকে সাফ জবাব দেন অক্কি। সুপারস্টার বলেন, ‘এই লোকটা সব বিষয়ে আমাকে নজর দেয়। আমার ছবি, আমার টাকা সবের উপর নজর দিয়েছে। এই কারণে আমার কোনও সিনেমাই চলছে না।’

বক্স অফিসে তাঁর ছবির ব্যর্থতা দেখে সত্যিই হতবাক সিনে ইন্ডাস্ট্রি, কারণ গত কয়েক বছর ধরে অক্ষয়ের সমার্থক হয়ে দাঁড়িয়েছিল ১০০ কোটি। তাঁর ছবি যে হাসতে হাসতে একশো কোটি দুশো কোটি ব্যবসা করবে তা প্রায় চোখ বুজে বলে দিতে পারতেন তাঁর অতি বড় শত্রুও। কিন্তু গত কয়েকটি ছবিতে রীতিমতো মুখ থুবড়ে পড়েছেন সুপারস্টার। একের পর এক ফ্লপে চিন্তিত অক্ষয়। বক্স অফিসে তাঁর এই ব্যর্থতা নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অক্কি।

আরও পড়ুন: বৃদ্ধ বয়সে স্মার্টফোন নিয়ে জেরবার ভুবনবাবু, তারপর...

অক্ষয় বলেন, ‘ছবিগুলো বক্স অফিসে ব্যবসা করতে পারছে না। এটা আমাদের দোষ, বলা ভালো আমার দোষ। আমাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। বুঝতে হবে যে, দর্শক কী দেখতে চাইছে। এই জন্য শুধুমাত্র আমি দায়ী, আর কেউ নয়।’ তাহলে কী এবার ওটিটিতে ওয়েব সিরিজ করতে দেখা যাবে অক্ষয়কে। এই প্রশ্নের উত্তরে অক্ষয় বলেন, ‘না, ওটা সেফ নয়। কিছুই আর সেফ নেই। ট্রেলার দেখেই লোকে ঠিক করে নেয়, এটা ভালো হবে কি না। ওটিটিতেও সবসময় আপনি দর্শকের নজরবন্দি, মিডিয়ার নজরবন্দি, সমালোচনাও একই রকমের হয়। তাই সিনেমাহলে মুক্তি হোক বা ওটিটিতে কোনওটাতেই কোনও পার্থক্য হয় না।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.