Covid: বিশ্বজুড়ে ফের কোভিডের থাবা, জাল ছড়িয়েছে ভারতেও! আক্রান্ত অক্ষয় কুমার...

Akshay Kumar: করোনা আক্রান্ত অক্ষয় কুমার। বেশ কয়েকদিন ধরেই চলছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান। সেখানেও দেখা মেলেনি অক্ষয়ের। সেখান থেকেই উঠে আসে অক্ষয়ের অসুস্থতার খবর। 

Updated By: Jul 12, 2024, 07:28 PM IST
Covid: বিশ্বজুড়ে ফের কোভিডের থাবা, জাল ছড়িয়েছে ভারতেও! আক্রান্ত অক্ষয় কুমার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজুড়ে ফের মাথা চাড়া দিয়েছে কোভিড(Covid)। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার সেই করোনা ভাইরাস(Corona Virus) ছড়িয়েছে বলিউডে। কোভিডে আক্রান্ত হয়েছেন সুপারস্টার অক্ষয় কুমার(Akshay Kumar)। শুক্রবার অর্থাত্‍ ১২ জুলাই তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখন নিজের বাড়িতেই কোয়ারিন্টিনে আছেন অভিনেতা। 

আরও পড়ুন- Bengal Weather Today: আগামী ৩ দিনে ভাসবে বাংলা! রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা...

এক সর্বভারতীয় সংবাদমমাধ্যমের খবর অনুযায়ী “গত দু’দিন ধরে শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন অক্ষয় কুমার। তাঁর অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান, যার ফল পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয়।’ যদিও এ বিষয়ে এখনো অফিসিয়াল কোনও বিবৃতি জারি করেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার।

প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’ সিনেমা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা। এতে অভিনয় করেছেন— রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ। সেই ছবির প্রচারে গিয়েই কোভিড আক্রান্ত হন তিনি। বেশ কয়েকদিন ধরেই চলছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান। সেখানেও দেখা মেলেনি অক্ষয়ের। সেখান থেকেই উঠে আসে অক্ষয়ের অসুস্থতার খবর। 

আরও পড়ুন- Anant Ambani and Radhika Merchant Wedding: বিয়ে নাকি G-7 বৈঠক! বিলাসি ফ্যালকন ২০০০ জেটে আমন্ত্রিতদের আনছেন আম্বানি...

প্রসঙ্গত, সারা বিশ্বে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত ২৩ থেকে ২৯ জুনে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ শতাংশ। এমারজেন্সিতে ভর্তির সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ। সব মিলিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। তবে সুখবর এটাই যে আক্রান্তের শতাংশ লাফিয়ে বাড়লেও কোভিডে মৃত্যুর সংখ্যা কমেছে ২৫ শতাংশ। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.