Akshay Kumar: ‘কানাডা কুমার’ ট্রোলে জেরবার, কেন কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয়?

Akshay Kumar: সত্যিই কি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয়? অক্ষয় নিজেই স্বীকার করেছেন যে, তিনি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন, এমনকী এখনও তাঁর সেই দেশের পাসপোর্ট রয়েছে তাঁর। কখনই সে কথা লুকিয়ে রাখেননি তিনি। বেশ কিছু বছর আগে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয়।

Updated By: Aug 14, 2022, 07:10 PM IST
Akshay Kumar: ‘কানাডা কুমার’ ট্রোলে জেরবার, কেন কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয়?

Akshay Kumar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  সম্প্রতি বারংবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন অক্ষয় কুমার। এমনকী তাঁর ছবি রক্ষা বন্ধন বাতিলের ডাকও দিয়েছিল নেটপাড়া। এই আবহেই মুক্তি পেয়েছে ছবি। বক্স অফিসে সে অর্থে ছাপ ফেলতে পারেনি এই ছবি। বিগত সময়ে অক্ষয়ের বেশ কয়েকটি ছবিই ব্যবসা করতে পারেনি। সেক্ষেত্রে এই ছবি ছিল অক্ষয়ের কাছে অ্যাসিড টেস্টের মতো। কিন্তু এবার বিশেষ ব্যবসা করতে পারেনি এই ছবি। ব্যবসার নিরিখে একইসঙ্গে মুক্তিপ্রাপ্ত লাল সিং চাড্ডা থেকে বেশ কিছুটা পিছিয়ে গেছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় কানাডা কুমার নামে ট্রোলের মুখে পড়েছেন তিনি। নেটপাড়ার দাবি, অক্ষয় কুমার কানাডার নাগরিক তাই ভারতে তাঁর ছবি বয়কট করা উচিত। এবার এই প্রসঙ্গে মুখে খুললেন অভিনেতা।

আরও পড়ুন: Laal Singh Chaddha- Hrithik Roshan: 'লাল সিং চাড্ডা'র প্রশংসায় হৃত্বিক, অভিনেতার বিরুদ্ধে ট্যুইটারে বয়কটের ডাক

সত্যিই কি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয়? অক্ষয় নিজেই স্বীকার করেছেন যে, তিনি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন, এমনকী এখনও তাঁর সেই দেশের পাসপোর্ট রয়েছে তাঁর। কখনই সে কথা লুকিয়ে রাখেননি তিনি। বেশ কিছু বছর আগে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয়। বিনা বাধাতেই সেই নাগরিকত্ব পেয়ে যান অভিনেতা। যদি সত্যিই তিনি কানাডার নাগরিক হয়ে থাকেন তাহলে কোন দেশে কর প্রদান করেন অক্ষয়? কানাডায় কর দেওয়ার অধিকার রয়েছে অক্ষয়ের তবে তিনি কর দেন ভারতেই। এমনকী বেশ কয়েকবছর সর্বোচ্চ করদাতার সম্মানও পেয়েছেন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে সার্টিফিকেট।

আরও পড়ুন: Shah Rukh Khan-Vijay Sethupathi: ‘জওয়ান’ শাহরুখের সঙ্গে চরম সংঘাতে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি

আগে বহুবার কানাডার নাগরিকত্ব নিয়ে কথা বলেছেন অক্ষয়। সম্প্রতি ফের এক সাক্ষাৎকারে উঠে আসে সেই ঘটনা। তিনি বলেন, ‘কিছু বছর আগে পরপর আমার ১৪-১৫টি সিনেমা ফ্লপ করে বক্স অফিসে। কোনও ছবিই ব্যবসা করতে পারছিল না। সেই সময় সিনেমা ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবি। তখন কানাডায় বসবাসকারী আমার এক বন্ধু আমায় বলেন যে কানাডার নাগরিকত্ব নিয়ে সেখানে নতুন ব্যবসা চালু করতে পারো। তার কথা মতো নাগরিকত্বের জন্য াবেদন করি। খুব তাড়াতাড়িই সেই কানাডার নাগরিকত্ব পেয়ে যাই।’

আরও পড়ুন: Rishabh Pant vs Urvashi Rautela: ফের ঊর্বশীকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণ বার্তা ঋষভের! কী লিখলেন পন্থ?

অক্ষয় আরও বলেন, ‘ভারতের প্রচুর মানুষ কানাডায় গিয়ে কাজ করছে। অনেকেই সেখানে নাগরিকত্ব নিয়ে ব্যবসা করছে। তাঁরা সবাই এখনও ভারতীয়। আমি ওখানে নাগরিকত্ব পাওয়ার পর এখানে কয়েকটা ছবি হিট হয়ে যায়। তারপর আমি এখানেই থেকে যাই। আসলে সবটাই ভাগ্য। আমার কাছে দু’দেশেই কর দেওয়ার অপশন আছে কিন্তু আমি এই দেশেই কর দিই। অনেকেই আমার নাগরিকত্ব নিয়ে কথা বলে, আমায় কানাডা কুমার বলে। আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই। তবে আমি মনে প্রাণে ভারতীয়।’

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.