প্রথম চুমুতেই ফ্লপ খেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট!
পায়ে পায়ে পিছিয়ে যেতে হবে কয়েক দশক। তখন তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তকমাটা পাননি। সুপারস্টার আমির খানের কেরিয়ার জীবনের শুরু দিক। অনস্ক্রিনে প্রথমবার চুমু খাওয়া। বেশ একটা উত্তজেনা! কিন্তু, প্রথম চুমুর দশ্যেই ফ্লপ আমির।
![প্রথম চুমুতেই ফ্লপ খেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট! প্রথম চুমুতেই ফ্লপ খেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/08/57272-aamir-khan-header-1140x795.jpg)
ওয়েব ডেস্ক : পায়ে পায়ে পিছিয়ে যেতে হবে কয়েক দশক। তখন তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তকমাটা পাননি। সুপারস্টার আমির খানের কেরিয়ার জীবনের শুরু দিক। অনস্ক্রিনে প্রথমবার চুমু খাওয়া। বেশ একটা উত্তজেনা! কিন্তু, প্রথম চুমুর দশ্যেই ফ্লপ আমির।
১৯৮৪ সালের সিনেমা হোলি। টিপিক্যাল কলেজ লাইফের প্রেম কহিনী নিয়ে সিনেমা। সদ্য অভিনয়ে শুরু করছেন আমির খান। বয়স তখন মেরেকেটে কুড়ির ঘরে। অনস্ক্রিনে প্রথমবার চুমুর দৃশ্য। বেশ জড়সড়ই লাগে নায়ককে। কোনও রোম্যান্স বা প্যাশনের ছিটেফোঁটাও নেই সেই দৃশ্যে। তবে, 'অপটু' চুমুর দৃশ্য হিট না করলেও নজর কাড়ে আমিরের 'বাচ্চা বাচ্চা' লুক।
দেখুন আমির খানের প্রথম চুমু-