`হট সিট`এ প্রত্যাবর্তন `বিগ বি`র

জনপ্রিয় গেম শো `কৌন বনেগা ক্রোড়পতি` আবার ফিরে আসছে টিভি পর্দায়। সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় যে মোটামুটি একই সময়, প্রাইম টাইম শোতে দেখা যাবে বিগ বি কে।

Updated By: Jul 27, 2012, 11:01 PM IST

জনপ্রিয় গেম শো `কৌন বনেগা ক্রোড়পতি` আবার ফিরে আসছে টিভি পর্দায়। সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় যে মোটামুটি একই সময়, প্রাইম টাইম শোতে দেখা যাবে বিগ বি কে।
সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এর পক্ষ থেকে সহ-সভাপতি ও মার্কেটিং হেড দানিশ খান সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানের নির্ঘণ্ট নিয়ে আলোচনা চলছে তাই মুহূর্তে সঠিক সময় তাঁর পক্ষে জানানো সম্ভব না। তিনি এটাও পরিষ্কার করে দেন, কোন দিনগুলোতে কৌন বনেগা`র নয়া সংষ্করণ দেখান হবে তাও স্থির করা হয়নি।
তবে এর আগে দু`বার `বিগ বি`র সঞ্চালনায় `কৌন বানেগা ক্রোড়পতি` রাত সাড়ে ৮ বা ৯টা`র প্রাইম টাইম দেখানো হত। তাই এবারও ওই সময়ই তা হবে বলে মনে করা হচ্ছে। দর্শন কে নতুন দিশা দেখানোই যে এবারের মূল চ্যালেঞ্জ তাও জানিয়ে দেওয়া হয়। এবার যে কেবিসি`র দর্শকরা নতুন ভাবে দেখতে তাতে কোন সন্দেহ রাখতে চান না কর্তৃপক্ষ। ভারতের বিভিন্ন রাজ্যকে ফুটিয়ে তোলা হবে প্রত্যেক দিন। কেবিসি`কে আগের থেকে অনেক বেশী `গণতান্ত্রিক` করতে চান আয়োজকরা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরও বেশী পরিমাণে জনতার অংশগ্রহণ বাড়াতে সচেষ্ট তাঁরা।
অমিতাভ বচ্চনের সঞ্চালক হিসেবে যে কতটা আয়োজকদের পছন্দের তা অবশ্য তাদের বক্তব্য থেকেই পরিষ্কার, খান বলেছেন যে তাঁরা ওনাকে বাদ দিয়ে অন্য কোন সঞ্চালকের কথা ভাবতেই পারেন না। বচ্চনের কথা বলার ভঙ্গিমা, বা যে কোনো বয়সের দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতার কথাও বলেন তিনি। তিনি হিন্দি, ইংলিশ, বা অন্যান্য অনেক ভাষাতেই সমানভাবে সাবলিল আর তাঁর পক্ষে যে কোনো ধরনের দর্শকের কাছে পৌঁছে যাওয়া সম্ভব বলে জানান তিনি। খানের বক্তব্য যে দর্শকরা এখন আগ্রহী অমিতাভ বচ্চনকে আবার `হট সিট`-এ দেখতে। আর এখন তাঁদের মূল ভাবনা কী ভাবে কেবিসি`কে আরও নতুন ভাবে দর্শকদের সামনে নিয়ে আসা যায়। ২০১২ সালের কেবিসি অগাস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই দর্শকদের কাছে আসবে বলে জানা গিয়েছে।

.