অমরের মৃত্যু সংবাদে সাক্ষাতকার ফেলে ছুটলেন অ্যান্টনি

"সরকার থ্রি" রিলিজ করছে সামনেই। ফলে ছবির প্রচারে ব্যস্ত "টিম সরকার থ্রি"। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে স্বয়ং বিগ বি অমিতাভ। সেই সংক্রান্ত একটি সাক্ষাতকারই দিচ্ছিলেন আজ শাহেনশা। আর এর মধ্যেই এল খবরটা...'অমর' মারা গেছেন। দীর্ঘ দিনের সুহৃদ বিনোদ খান্নার মৃত্যু সংবাদ পেয়ে আর এক মুহূর্তও দেরি করেননি অমিতাভ। সাক্ষাতকার স্থল থেকেই সোজা ছুটেছেন বিনোদের পরিবারের পাশে থাকতে। হ্যাঁ, এটাই অমিতাভ বচ্চন। 'ফার্স্ট পোস্টে'র প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গেছে আজ।

Updated By: Apr 27, 2017, 06:06 PM IST
অমরের মৃত্যু সংবাদে সাক্ষাতকার ফেলে ছুটলেন অ্যান্টনি

ওয়েব ডেস্ক: "সরকার থ্রি" রিলিজ করছে সামনেই। ফলে ছবির প্রচারে ব্যস্ত "টিম সরকার থ্রি"। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে স্বয়ং বিগ বি অমিতাভ। সেই সংক্রান্ত একটি সাক্ষাতকারই দিচ্ছিলেন আজ শাহেনশা। আর এর মধ্যেই এল খবরটা...'অমর' মারা গেছেন। দীর্ঘ দিনের সুহৃদ বিনোদ খান্নার মৃত্যু সংবাদ পেয়ে আর এক মুহূর্তও দেরি করেননি অমিতাভ। সাক্ষাতকার স্থল থেকেই সোজা ছুটেছেন বিনোদের পরিবারের পাশে থাকতে। হ্যাঁ, এটাই অমিতাভ বচ্চন। 'ফার্স্ট পোস্টে'র প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গেছে আজ।

বিনোদ খান্নার শেষকৃত্যে অমিতাভ।

উল্লেখ্য, আজ সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ৭০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিনোদ খান্না। ব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বিনোদ খান্না। গত ৩১ মার্চ থেকে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন এই বিখ্যাত অভিনেতা। সেইসময়ই পরিবারের সঙ্গে তাঁর একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু সব গুজবে ইতি টেনে আজ চলে গেলেন বিনোদ খান্না। (আরও পড়ুন- ১৬ বছর পর অ্যাওয়ার্ড শো-তে আমির, পুরস্কার নিলেন আরএসেস প্রধান মোহন ভগবতের হাত থেকে )

.