১৭ বছর পর আবার অনিলের সঙ্গে জুটি বাঁধবেন ঐশ্বর্য, গাইবেন গান
বড় পর্দায় শেষবার অনিল-ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৭ বছর আগে। 'হামারা দিল আপকে পাস হ্যায়', এই ছবিতেই জুটি বেঁধেছিলেন 'মিস্টার ইন্ডিয়া' এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী। এরপর আর একসঙ্গে কাজ করেননি এই দুই বলি তারকা। এবার তাঁরা ফের একবার একসঙ্গে সিনেমা করবে বলেই বলিউডে খবর। রাকেশ ওমপ্রকাশ মেহরার 'ফানে খান' ছবিতেই জুটি বাঁধবেন অনিল-ঐশ্বর্য। মুম্বই মিররের খবর অনুযায়ী একটি ডাচ ফিল্মের অনুপ্রেরণাতেই এই ছবি তৈরি করছেন রাকেশ ওমপ্রকাশের মেহরা। এই ছবির মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বচ্চন পুত্রবধূ ঐশ্বর্য। আর অনিল কাপুর এই ছবিতে অভিনয় করবেন একজন কিডন্যাপারের ভূমিকায়। শোনা যাচ্ছে এই ছবিতে একটি গানও গাইবেন ঐশ্বর্য। আর সেটা হলে গানের দুনিয়ায় এটাই হবে বলিউড ডিভা ঐশ্বর্য রায় বচ্চনের 'সিংগিং ডেবিউ'।
![১৭ বছর পর আবার অনিলের সঙ্গে জুটি বাঁধবেন ঐশ্বর্য, গাইবেন গান ১৭ বছর পর আবার অনিলের সঙ্গে জুটি বাঁধবেন ঐশ্বর্য, গাইবেন গান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/29/88498-fanney-khan.jpg)
ওয়েব ডেস্ক: বড় পর্দায় শেষবার অনিল-ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৭ বছর আগে। 'হামারা দিল আপকে পাস হ্যায়', এই ছবিতেই জুটি বেঁধেছিলেন 'মিস্টার ইন্ডিয়া' এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী। এরপর আর একসঙ্গে কাজ করেননি এই দুই বলি তারকা। এবার তাঁরা ফের একবার একসঙ্গে সিনেমা করবে বলেই বলিউডে খবর। রাকেশ ওমপ্রকাশ মেহরার 'ফানে খান' ছবিতেই জুটি বাঁধবেন অনিল-ঐশ্বর্য। মুম্বই মিররের খবর অনুযায়ী একটি ডাচ ফিল্মের অনুপ্রেরণাতেই এই ছবি তৈরি করছেন রাকেশ ওমপ্রকাশের মেহরা। এই ছবির মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বচ্চন পুত্রবধূ ঐশ্বর্য। আর অনিল কাপুর এই ছবিতে অভিনয় করবেন একজন কিডন্যাপারের ভূমিকায়। শোনা যাচ্ছে এই ছবিতে একটি গানও গাইবেন ঐশ্বর্য। আর সেটা হলে গানের দুনিয়ায় এটাই হবে বলিউড ডিভা ঐশ্বর্য রায় বচ্চনের 'সিংগিং ডেবিউ'।