করোনা আক্রান্ত অনুপম খেরের মা, ভাই সহ পরিবারের ৪ জন

 মা দুলারি খের সহ পরিবারের অন্যান্যরা কোকিলা বেন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে অভিনেতা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 12, 2020, 01:28 PM IST
করোনা আক্রান্ত অনুপম খেরের মা, ভাই সহ পরিবারের ৪ জন

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত অভিনেতা অনুপম খেরের মা, ভাই সহ পরিবারের ৪ জন।  একথা টুইট করে নিজেই জানিয়েছেন অভিনেতা অনুপম খের। এই মুহূর্তে তাঁর মা দুলারি খের সহ পরিবারের অন্যান্যরা কোকিলা বেন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে অভিনেতা। 

টুইটে অনুপম খের লিখেছেন, ''আমার মা দুলারি খের করোনা আক্রান্ত। তাঁর শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দিয়েছে। আমরা তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করেছি। আমার ভাই, বৌদি, ভাইজি সতর্কতা মেনে চলার পরও তাঁদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি টেস্ট করিয়েছি। তবে আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ।''

আরও পড়ুন-করোনা আক্রান্ত হওয়ার গুজব ওড়ালেন, 'সুস্থ আছি' ভিডিয়ো বার্তায় বললেন হেমা মালিনী

ভিডিয়ো বার্তায় অনুপম খের আরও বলেন, ''বেশকিছু দিন ধরে মা অসুস্থ বোধ করছিল। আমরা রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা করাই। এরপর ওনার কোভিডের মৃদু লক্ষণ দেখা যায়। জানা যায় উনি কোভিড-১৯ পজিটিভ। আমার ভাই, আমি ও পরিবারের সকলে যেহেতু ওনার সঙ্গেই থাকি, তাই টেস্ট করাই। আমার রিপোর্ট নেগেটিভ আসলেও ভাই রাজুর রিপোর্ট পজিটিভ আসে। পরে বৌদি, ভাইজিও টেস্ট করালে তাঁদেরও রিপোর্ট পজিটিভ দেখা যায়। তবে আবার ভাইপোর রিপোর্ট নেগেটিভ আসে। আমরা মাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করাই। আর আমার ভাই, বৌদি, ভাইজি সকলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমরা BMC-কে জানিয়েছি। BMC খুব ভালো কাজ করছে। ওদের তরফে আমার ভাইয়ের বাড়ি স্যানিটাইড করা হচ্ছে। আর আমার কর্তব্য এটা আপনাদের সকলকে জানানো। যদি আপনাদের পরিবারে কেউ অসুস্থবোধ করে,ন, তাহলে সঙ্গে সঙ্গে টেস্ট করান। কঠিন পরিস্থিতিতে চিকিৎসকরা খুব ভালো কাজ করছে। ওনাদের জন্য প্রশংসাও কম হয়ে যাবে। আমার  ও আমার পরিবারের সঙ্গে আপনাদের ভালোবাসা আছে, আশা করি সকলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।''

প্রসঙ্গত, শনিবারই অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে, তাঁরা লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই BMCর তরফে বিগ বি-র বাংলো স্যানিটাইজড করা হয়েছে।

আরও পড়ুন-সিল হল অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা', স্যানিটাইজড করল BMC

.