রিলিজের ৫০ দিন পরেও ফের নতুন রেকর্ড করল বাহুবলী ২
বাহুবলী ২-এর পঞ্চাশ দিন পূর্ণ হল। এস এস রাজমৌলির এই ফিল্ম রিলিজের অনেক আগে থেকেই একের পর এক রেকর্ড করছিল ভারতীয় সিনেমার ইতিহাসে। আর রিলিজের পর থেকে তো বক্স অফিস কালেকশনের হিসেবে আজ পর্যন্ত হওয়া সব টাকাকড়ির হিসেবকে ছাপিয়ে চলে গিয়েছে। বাহুবলীন ২-এর থেকে বক্স অফিসে বেশি টাকার ব্যবসা আজ পর্যন্ত কোনও ভারতীয় সিনেমা করেনি।
ওয়েব ডেস্ক: বাহুবলী ২-এর পঞ্চাশ দিন পূর্ণ হল। এস এস রাজমৌলির এই ফিল্ম রিলিজের অনেক আগে থেকেই একের পর এক রেকর্ড করছিল ভারতীয় সিনেমার ইতিহাসে। আর রিলিজের পর থেকে তো বক্স অফিস কালেকশনের হিসেবে আজ পর্যন্ত হওয়া সব টাকাকড়ির হিসেবকে ছাপিয়ে চলে গিয়েছে। বাহুবলী ২-এর থেকে বক্স অফিসে বেশি টাকার ব্যবসা আজ পর্যন্ত কোনও ভারতীয় সিনেমা করেনি।
এবার রিলিজের পর পঞ্চাশ দিন পেরিয়ে যাওয়ার পরও নতুন রেকর্ড করে ফেলল প্রভাস, রানা দুগ্গাবতী, অনুষ্কা এবং তামান্নার বাহুবলী ২। এখনও দেশ এবং বিদেশ মিলিয়ে ১০৭৬ টি সিনেমা হলে রমরমিয়ে চলছে বাহুবলী ২। না, এর আগে কোনও ভারতীয় ফিল্ম রিলিজের ৫০ দিন পেরিয়ে যাওয়ার পরও হাজারের উপর সিনেমা হলে চলেনি। এক ঝলকে বরং, দেখেই নিন, দেশের কোন কোন রাজ্যে কতগুলো সিনেমাহলে চলছে বাহুবলী ২।
আরও পড়ুন এবার আশা ভোঁসলের মোমের মুর্তি বসতে চলেছে মাদাম তুঁসো মিউজিয়ামে
অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনা মিলে - ২৮২ টি সিনেমা হলে
কর্নাটকে - ৫৪ টি সিনেমা হলে
তামিলনাড়ুতে - ১২০ টি সিনেমা হলে
কেরলে - ১০২ টি সিনেমা হলে
ওড়িশাতে - ২ টি সিনেমা হলে
মুম্বইতে - ১৭৯ টি সিনেমা হলে
দিল্লি এবং উত্তরপ্রদেশ মিলে - ৭৭ টি সিনেমা হলে
পাঞ্জাবে - ২৫ টি সিনেমা হলে
রাজস্থানে - ২৯ টি সিনেমা হলে
ছত্তিশগড়ে - ১০১ টি সিনেমা হলে
মারাটওয়াড়াতে - ৮ টি সিনেমা হলে
পশ্চিমবঙ্গে - ৪৫ টি সিনেমা হলে
অসমে - ১ টি সিনেমা হলে
বিহারে - ২৬ টি সিনেমা হলে
বিদেশে - ২৫ টি সিনেমা হলে
মোট - ১০৭৬ টি সিনেমা হলে
আরও পড়ুন জানেন ‘বাহুবলী ২’-তে অভিনয় করার পর কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস?