Bangladesh Flood: ভাসছে দেশ, কাঁদছে মানুষ... হেল্পলাইন জয়ার...
Jaya Ahsan: 'এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের দোষ, নাকি প্রকৃতির রোষ? সে প্রশ্ন অতীত। বাংলাদেশে বেনজির বন্যায় বানভাসি সে দেশের বেশ কিছু জেলা। ত্রিপুরায় গোমতী নদীর অববাহিকা এলাকায় রেকর্ড ভাঙা প্রবল বর্ষণ, আর তাতেই বাংলাদেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা-সহ ৯ জেলায় প্রায় ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। দিনকে দিন সংখ্যা আরও বাড়ছেই। এমতাবস্থায় সাহায্যের হাত বাড়ালেন জয়া আহসান।
আরও পড়ুন, Bangladesh Flood: একটুকরো 'মাটি'র খোঁজে...বন্যাবিধ্বস্ত বাংলাদেশের ভয়াবহ ছবি..
উৎকণ্ঠায় যখন গোটা দেশের মানুষ তখন ব্যতিক্রম নন তারকা শিল্পীরাও। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ, যাদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জয়াও। পোস্টে জয়া লিখেছেন, ‘কোনও পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’
অভিনেত্রী আরও লেখেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে।’
তিনি লেখেন, ‘ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত। আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে। প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’
এদিকে, বাংলাদেশের অন্তবর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মহম্মদ নাহিদ ইসলামের দাবি, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন। এমনকী, বাংলাদেশে বন্য়ার প্রতিবাদে ভারতবিরোধী মিছিলও করে ফেলেছে পড়ুয়া। চুপ করে থাকেনি ভারতও। বিদেশমন্ত্রকে তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গুমতি নদী থেকে জল ছাড়ার জন্য বাংলাদেশের এই বন্যা হয়নি। এর অর্থ, ভারত এজন্য কোনও ভাবেই দায়ী নয়। তাহলে? জানা গিয়েছে, , বাংলাদেশের পূর্ব সীমান্ত অঞ্চলের এই বৃষ্টির জন্য ত্রিপুরার গুমতি নদীর ক্যাচমেন্ট-অঞ্চলকেই দায়ী করা হয়েছে।
আরও পড়ুন, Nepal Bus Accident: নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ১৪ ভারতীয়, আহত আরও ১৬...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)