Chorki in India: ওপার বাংলার 'চরকি' এবার ভারতে, টলিউডে তৈরি করবে ৩০ কনটেন্ট

মাত্র দু-বছর বয়স চরকির। ইতিমধ্যেই, প্রথম সারির এই প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, নিশো, আফরান নিশো, রফিয়াত রশিদ মিথিলার মতো তারকা অভিনেতারা। 

Updated By: Oct 5, 2023, 06:12 PM IST
Chorki in India: ওপার বাংলার 'চরকি' এবার ভারতে, টলিউডে তৈরি করবে ৩০ কনটেন্ট
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে আরও একটি গ্লোবাল প্ল্যাটফর্ম মুক্তি পেল ভারতে। এবার ওপার বাংলার ‘চরকি’বাজি এপারেও। লকডাউন পরিস্থিতির জন্য সারা পৃথিবীতেই ওটিটি মাধ্যমে জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। সাধারণ মানুষের বিনোদনের অন্যতম ঠিকানা হয়ে উঠেছে এই মাধ্যম। মাত্র দু-বছর বয়স চরকির। ইতিমধ্যেই, প্রথম সারির এই প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, নিশো, আফরান নিশো, রফিয়াত রশিদ মিথিলার মতো তারকা অভিনেতারা। 

আরও পড়ুন, Amitabh Bachchan: 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন, ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে বিগ বি-র!

সেই ওটিটি এবার ভারতে। শুধু তাই নয়, চরকির মুক্তি উপলক্ষে এদিন এক পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন এপার বাংলার কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার। এই অনুষ্ঠানে হাজির ছিল বাংলাদেশের চঞ্চল চৌধুরী, পরিচালক মোস্তাফা সারওয়ার ফারুকি প্রমুখ। 

‘চরকি’র সিইও রেডওয়ান রনি বলেন,’আগামী ৩ বছরে ৩০টি নতুন কনটেন্ট নিয়ে আসতে চলেছে চরকি। দুপার বাংলারই কনটেন্ট হেড হিসেবে কাজ করবেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। কাজেই বলা যেতে পারে বাংলায় আগামী দিনে বাঙালির নতুন ওয়েব ডেস্টিনেশন হতে চলেছে এই অতিথি মাধ্যম।’ এখনও পর্যন্ত চরকির যে সিরিজ গুলি দর্শকরা খুব পছন্দ করেছেন, সেগুলি হল ‘নেটওয়ার্কের বাইরে’, ‘টান’, ‘নিখোঁজ’, ‘নিঃশ্বাস’, ‘গুটি’, ‘দুইদিনের দুনিয়া’, ‘দাগ’, ‘উনিশ-কুড়ি’ ইত্যাদি। 

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী জানালেন, চরকি-র বাংলাদেশের একটি কনটেন্টে তাঁকে দেখা যাবে। সিরিজ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। শুধু জানিয়েছেন, বাংলাদেশের এই প্রজেক্টে একজন ভারতীয়র চরিত্র করার কথা তাঁর। 

আরও পড়ুন, Arijit Singh-Salman Khan: ৯ বছরের দূরত্ব ঘুচল!সলমানের বাড়িতে পৌঁছলেন অরিজিৎ, তারপর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.