আইফায় এগিয়ে বরফি

আইআইএফএর তালিকায় সবথেকে বেশি মনোনয়ন পেয়ে এগিয়ে রইল বরফি। বরফির ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভিকি ডোনর, গ্যাংস অফ ওয়াসেপুর ও অগ্নিপথ। মার্চের একটি সপ্তাহান্তে ছিল ভোটিং উইকএন্ড। ভোটে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে বরফি।

Updated By: Apr 22, 2013, 04:53 PM IST

আইআইএফএর তালিকায় সবথেকে বেশি মনোনয়ন পেয়ে এগিয়ে রইল বরফি। বরফির ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভিকি ডোনর, গ্যাংস অফ ওয়াসেপুর ও অগ্নিপথ। মার্চের একটি সপ্তাহান্তে ছিল ভোটিং উইকএন্ড। ভোটে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে বরফি।
এছাড়াও মনোনয়নের তালিকায় ভাল জায়গায় রয়েছে ককটেল, কাহানি, পান সিং তোমার ও জব তক হ্যায় জান।
সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন-
অনুরাগ বসু-বরফি
তিঘমাংশু ধুলিয়া-পান সিং তোমার
অনুরাগ কাশ্যপ-গ্যাংস অফ ওয়াসেপুর
সুজয় ঘোষ-কাহানি
সুজিত সরকার-ভিকি ডোনর
সেরা ছবি-
বরফি
ইংলিশ ভিংলিশ
গ্যাংস অফ ওয়াসেপুর
কাহানি
পান সিং তোমার
তালাস
ভিকি ডোনর

সেরা অভিনেতা-
হৃতিক রোশন-অগ্নিপথ
রণবীর কপূর-বরফি
মনোজ বাজপায়ী-গ্যাংস অফ ওয়াসেপুর
শাহরুখ খান-জব তক হ্যায় জান
ইরফান খান-পান সিং তোমার
আয়ুষ্মান খুরানা-ভিকি ডোনর
সেরা অভিনেত্রী-
প্রিয়াঙ্কা চোপড়া-বরফি
দীপিকা পাডুকোন-ককটেল
শ্রীদেবী-ইংলিশ ভিংলিশ
হুমা কুরেশি-গ্যাংস অফ ওয়াসেপুর
করিনা কপূর-হিরোইন
বিদ্যা বালন-কাহানি
সেরা সঙ্গীত পরিচালক-
প্রীতম-বরফি, ককটেল
এ আর রহমান- জব তক হ্যায় জান
অজয়-অতুল- অগ্নিপথ
স্নেহা খানওয়াকার-গ্যাংস অফ ওয়াসেপুর
পয়লা মে থেকে ভোট দিতে পারবেন দর্শকরাও। তবে এবছর কবে, কোন দেশে বসবে আইফার আসর তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

.