আইফায় এগিয়ে বরফি
আইআইএফএর তালিকায় সবথেকে বেশি মনোনয়ন পেয়ে এগিয়ে রইল বরফি। বরফির ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভিকি ডোনর, গ্যাংস অফ ওয়াসেপুর ও অগ্নিপথ। মার্চের একটি সপ্তাহান্তে ছিল ভোটিং উইকএন্ড। ভোটে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে বরফি।
আইআইএফএর তালিকায় সবথেকে বেশি মনোনয়ন পেয়ে এগিয়ে রইল বরফি। বরফির ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভিকি ডোনর, গ্যাংস অফ ওয়াসেপুর ও অগ্নিপথ। মার্চের একটি সপ্তাহান্তে ছিল ভোটিং উইকএন্ড। ভোটে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে বরফি।
এছাড়াও মনোনয়নের তালিকায় ভাল জায়গায় রয়েছে ককটেল, কাহানি, পান সিং তোমার ও জব তক হ্যায় জান।
সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন-
অনুরাগ বসু-বরফি
তিঘমাংশু ধুলিয়া-পান সিং তোমার
অনুরাগ কাশ্যপ-গ্যাংস অফ ওয়াসেপুর
সুজয় ঘোষ-কাহানি
সুজিত সরকার-ভিকি ডোনর
সেরা ছবি-
বরফি
ইংলিশ ভিংলিশ
গ্যাংস অফ ওয়াসেপুর
কাহানি
পান সিং তোমার
তালাস
ভিকি ডোনর
সেরা অভিনেতা-
হৃতিক রোশন-অগ্নিপথ
রণবীর কপূর-বরফি
মনোজ বাজপায়ী-গ্যাংস অফ ওয়াসেপুর
শাহরুখ খান-জব তক হ্যায় জান
ইরফান খান-পান সিং তোমার
আয়ুষ্মান খুরানা-ভিকি ডোনর
সেরা অভিনেত্রী-
প্রিয়াঙ্কা চোপড়া-বরফি
দীপিকা পাডুকোন-ককটেল
শ্রীদেবী-ইংলিশ ভিংলিশ
হুমা কুরেশি-গ্যাংস অফ ওয়াসেপুর
করিনা কপূর-হিরোইন
বিদ্যা বালন-কাহানি
সেরা সঙ্গীত পরিচালক-
প্রীতম-বরফি, ককটেল
এ আর রহমান- জব তক হ্যায় জান
অজয়-অতুল- অগ্নিপথ
স্নেহা খানওয়াকার-গ্যাংস অফ ওয়াসেপুর
পয়লা মে থেকে ভোট দিতে পারবেন দর্শকরাও। তবে এবছর কবে, কোন দেশে বসবে আইফার আসর তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।