দ্বিতীয়বার জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী কঙ্গনা, সেরা অভিনেতা অমিতাভ বচ্চন
তনু ওয়েডস মনু রিটার্নস, সঙ্গে কঙ্গনাও 'রিটার্নস'। জাতীয় পুরস্কারে 'কুইন' তাঁর সিংহাসন ধরে রাখলেন। ৬৩তম জাতীয় পুরস্কারে আরও একবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন কঙ্গনা রানাওয়াত। সেরা অভিনেতা ভাস্কর ব্যানার্জি ওরফে অমিতাভ বচ্চন। সেরা ছবি নির্বাচিত হয়েছে বাহুবলি।
ওয়েব ডেস্ক: তনু ওয়েডস মনু রিটার্নস, সঙ্গে কঙ্গনাও 'রিটার্নস'। জাতীয় পুরস্কারে 'কুইন' তাঁর সিংহাসন ধরে রাখলেন। ৬৩তম জাতীয় পুরস্কারে আরও একবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন কঙ্গনা রানাওয়াত। সেরা অভিনেতা ভাস্কর ব্যানার্জি ওরফে অমিতাভ বচ্চন। সেরা ছবি নির্বাচিত হয়েছে বাহুবলি।
এক ঝলকে দেখে নিন ৬৩তম জাতীয় পুরস্কার:-
সেরা অভিনেতা - অমিতাভ বচ্চন (পিকু )
সেরা অভিনেত্রী - কঙ্গনা রানাওয়াত (তনু ওয়েডস মনু রিটার্নস )
সেরা ছবি - বাহুবলি
সেরা বাংলা ছবি - শঙ্খচিল
সেরা পরিচালক - সঞ্জয় লীলা বানসালি (বাজিরাও মস্তানি)
সেরা হিন্দি ছবি - দম লাগাকে হেইসা
সেরা সহযোগী অভিনেত্রী -তনভি আজমি (বাজিরাও মস্তানি)
সেরা সহযোগী অভিনেতা - সামুথিরাকানি (বারাণসী)
সেরা গায়িকা - মোনালি ঠাকুর (মোহ মোহ কে ধাগে)
সেরা গায়ক - মহেশ কালে
সেরা সঙ্গীত পরিচালক - এম জয়াচন্দ্রন
ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অব অ্যা ডিরেক্টর - নীরজ ঘাওয়ান (মাসান)
সেরা জনপ্রিয় ছবি - বজরঙ্গি ভাইজান
সেরা কোরিওগ্রাফার- রেমো ডি'সুজা (এবিসিডি ২)
সেরা ছবি (সামাজিক বিষয়ে) - নীরমায়াকম
সেরা ছবি (পরিবেশ বিষয়ে)- ভালিয়া চিরাকুল্লা পক্ষীকাল
সেরা ছবি (শিশু বিভাগ) - দুরন্ত
নার্গিস দত্ত পুরস্কার - নানক শাহ ফকির
সেরা স্পেশাল এফেক্টস - বাহুবলি
বিশেষ জুরি অ্যাওয়ার্ড - কালকি কোচলিন (মার্গারিটা উইথ অ্যা স্ট্র)
সেরা সিনেমাটোগ্রাফি - বিশ্বজিৎ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি)
সেরা শর্ট ফ্লিম (ফিকসন)- ঔষাদ (মারাঠি)
সেরা সামাজিক ছবি - অটো ড্রাইভার