Bipasha Basu: ‘আমি চাই না আর কোনও মায়ের সঙ্গে এরকম হোক...’ চোখে জল বিপাশার...

Bipasha Basu: বিপাশা এক সাক্ষাৎকারে বলেন যে মাত্র তিন মাস বয়সেই তাঁর মেয়ের ওপেন হার্ট সার্জারি হয়। বিপাশা বলেন যে, ‘অন্যান্য বাবা-মায়ের তুলনায় তাঁদের বাবা-মা হিসাবে জার্নিটা অনেক শক্ত হয়ে উঠেছিল। আমার ঠোঁটে যে হাসি রয়েছে তা উধাও হয়ে গিয়েছিল। আমি চাই না কোনও মায়ের সঙ্গে এই ঘটনা ঘটুক। একজন নতুন মা, যখন এটা জানতে পারে...’

Updated By: Aug 7, 2023, 05:08 PM IST
Bipasha Basu: ‘আমি চাই না আর কোনও মায়ের সঙ্গে এরকম হোক...’ চোখে জল বিপাশার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছু নভেম্বরেই কন্যাসন্তানের জন্ম দেন বিপাসা বসু(Bipasha Basu)। মেয়ের নাম রাখেন দেবী বসু সিং গ্রোভার(Devi Basu Singh Grover)। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে একটি টক শোয়ে এসে বিপাশা জানান যে জন্মের পরে পরেই অভিনেত্রী জানতে পারেন যে তাঁর মেয়ের হার্টে দুটো ফুটো রয়েছে। তাঁর ও করণ সিং গ্রোভারের(Karan Singh Grover) সেই দুঃসহ দিনের অভিজ্ঞতা বলতে বলতে চোখে জল চলে আসে বিপাশার।

আরও পড়ুন- Sunny Deol on Dharmendra On screen kiss: পর্দায় শাবানাকে চুম্বন ধর্মেন্দ্রর, ‘বাবা যা ইচ্ছা করতে পারে...’ অস্বস্তিতে সানি!

বিপাশা বলেন, ‘আমাদের সন্তানের জন্মের তিন দিনের মাথায় আমরা জানতে পারি যে আমাদের বাচ্চার বুকে দু'টি ছিদ্র রয়েছে। আমি ভেবেছিলাম আমি এটা শেয়ার করব না। কিন্তু আমি এটা শেয়ার করছি কারণ আমার মনে হয় অনেক মা আছেন, যারা আমাকে এই যাত্রায় সাহায্য করেছেন। এবং সেই মায়েদের খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। যখন আপনি সন্তান জন্ম দেন, তখন আপনি চান না যে আপনার সন্তানের সঙ্গে কিছু খারাপ হোক।’

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

কীভাবে তাঁরা ভিএসডি (ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট)-এর কথা জানতে পারেন, তা শেয়ার করেছেন বিপাশা। অভিনেত্রী বলেন, 'ভিএসডি আসলে কী তা আমরা বুঝতেও পারিনি। এটি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আমরা শুনেছি, বাচ্চা বড় হলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আমরা একটা অসম্ভব খারাপ সময় পার করেছি। আমরা পরিবারের সঙ্গে এই নিয়ে আলোচনা করিনি, হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমরা দু'জনেই ধন্দে ছিলাম। আমরা উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু এই খবর পাওয়ার পর আমি আর করণ একটু অসাড় হয়ে গিয়েছিলাম।’

আরও পড়ুন- Deepika Padukone| Ranveer Singh: প্রিয় বন্ধুকে বিয়ে করার পরামর্শ দীপিকার, উত্তরে কী লিখলেন রণবীর সিং?

কীভাবে তিনি এবং তাঁর স্বামী তাঁদের মেয়েকে অপারেশন করাতে তৈরি করেছিলেন, সেই কথা জানালেন অভিনেত্রী। বিপাশা বলেন, 'গত তিন মাস আমরা ভালো আছি, কিন্তু প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দেবী প্রথম দিন থেকেই অসাধারণ। সে একজন যোদ্ধা। আমাদের বলা হয়েছিল, প্রতি মাসে স্ক্যান করে জানতে হবে, এটা নিজে থেকেই নিরাময় হচ্ছে কি না। কিন্তু তার যে ধরনের বড় গর্ত ছিল, তাতে আমাদের বলা হয়েছিল, এটা সন্দেহজনক, তাই অস্ত্রোপচার করতে হবে। আর অস্ত্রোপচার সবচেয়ে ভাল হয়, যখন বাচ্চার বয়স তিন মাস হয়।'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

এই সময় তিনি ও করণ যে আবেগের মধ্যে দিয়ে গেছেন, সে সম্পর্কেও কথা বলেছেন বিপাশা। নায়িকার মতে, 'আপনার এত দুঃখ, এত বোঝা, এত দ্বন্দ্ব, কারণ এত ছোট বাচ্চাকে আপনি ওপেন হার্ট সার্জারি-তে বসিয়ে দেবেন কী করে? আমার মনে আছে, তৃতীয় মাসে আমরা স্ক্যান করতে গিয়েছিলাম। আমি খোঁজখবর করেছি, হাসপাতালগুলোতে সার্জনদের সঙ্গে দেখা করেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। করণ প্রস্তুত ছিল না, আমি করণকে ছেড়ে দিতেও প্রস্তুত ছিলাম।’

আরও পড়ুন-Ileana D’Cruz: অবিবাহিত মা নন, আইরিশ প্রেমিককে বিয়ে করেছেন ইলিয়ানা...

তবে বিপাশা নেহাকে জানান যে দেবী এখন ভাল আছেন এবং সমস্ত মায়েদের সঙ্গে একটি বার্তা শেয়ার করতে চান যে ‘তোমার বাচ্চার জন্ম দেওয়াটা সবচেয়ে কঠিন এবং এই দশজন ডাক্তার তোমাকে বোঝাবে কী হতে পারে। দেবীর অপারেশন খুব সফল হয়েছিল কিন্তু ওই ছয় ঘন্টা ওটি-তে থাকার সময় আমার মনে হয়েছিল যেন সারা পৃথিবী বন্ধ হয়ে গেছে।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.