Hema Malini On Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু 'ছোট ঘটনা', হেমার মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে...

Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের, আহত হয়েছেন ৬০ জন, এই ঘটনাকে 'ছোট ঘটনা' বলে দাবি করলেন বিজেপি সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনী। এই মর্মান্তিক ঘটনাটি "বাড়াবাড়ি" করে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। 

Updated By: Feb 4, 2025, 07:56 PM IST
Hema Malini On Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু 'ছোট ঘটনা', হেমার মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বিজেপি (BJP) সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini) মহাকুম্ভমেলায় পদপিষ্ট (Maha Kumbh Stampede) হওয়ার ঘটনাটিকে গুরুত্বহীন বলে দাবি করেন। প্রসঙ্গত, এই ঘটনায় ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনাকে "খুব বড় ঘটনা নয়" বলে অভিহিত করে তিনি বলেন যে, এই মর্মান্তিক ঘটনাটি "বাড়াবাড়ি" করে প্রচার করা হচ্ছে। গত সপ্তাহে, মালিনীও কুম্ভ পরিদর্শন করেছিলেন এবং পবিত্র সঙ্গম সঙ্গমে স্নান করেছিলেন, পুরো অভিজ্ঞতাটাকেই তিনি "খুব সুন্দর স্নান" বলে বর্ণনা করেছিলেন।

আরও পড়ুন- Shootout at Prem Dhillon's Residence: সিধু মুসেওয়ালাকে অপমান! জনপ্রিয় পঞ্জাবি গায়ক প্রেম ঢিলোঁকে লক্ষ্য করে গুলি...

সংসদে চলছে শীতকালীন অধিবেশন। সেই অধিবেশন যোগ দিয়েছেন সাংসদ হেমা মালিনীও। সেখানেই সংবাদমাধ্যমে তিনি বলেন, 'আমরা কুম্ভে গিয়েছিলাম। খুব সুন্দর ব্যবস্থাপনায় স্নান করেছি। এটা ঠিক যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। তবে তা বিশাল কোনও ঘটনা নয়। আমি জানি না ওটা কত বড় ঘটনা ছিল। বেশ বাড়িয়ে বলা হচ্ছে'। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের ব্যবস্থা এবং প্রস্তুতির প্রশংসা করে আরও বলেন, “এটি খুব সুপরিকল্পিত ছিল, এবং সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এত মানুষ আসছে, পরিচালনা করা খুব কঠিন কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।”

কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার বিজেপি সাংসদ হেমা মালিনীর তীব্র সমালোচনা করেন, অভিযোগ করেন যে তিনি মহাকুম্ভ পরিদর্শনের সময় ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছিলেন। “হেমা মালিনী কখনই জানতে পারবেন না এটি আসলে কেমন ছিল। তিনি যখন পরিদর্শন করেছিলেন, তখন তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তারা সাধারণ মানুষের ব্যবস্থা ও নিরাপত্তার কথা ভাবেনি। যদি তিনি বলেন যে এই বিষয়টি বড় নয়, তবে এটি ক্ষতিগ্রস্তদের প্রতি উপহাস।"

অভিনেত্রী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মঙ্গলবার সংসদের উভয় কক্ষেই এই ঘটনাটি উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ এনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মেলা আয়োজনে 'অব্যবস্থাপনা' ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এটিকে স্বাধীন ভারতের সবচেয়ে খারাপ ট্র্যাজেডিগুলির মধ্যে একটি বলে অভিহিত করেছেন। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য নেতারা নিহতদের তালিকা দাবি করেছেন।

আরও পড়ুন- Producer Suicide Case: অবসাদ নাকি অন্যকিছু! রজনীকান্তের 'কাবালি'র প্রযোজকের সুইসাইড নোটে মিলল আসল কারণ...

যদিও বিজেপি সেই অভিযোগ খারিজ করে দিয়ে দাবি করে এটি ষড়যন্ত্র। তারা বলেছে যে তদন্ত শেষ হলে দায়ীদের প্রকাশ্যের আনা হবে। অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, একজন সরকারি কর্মকর্তা বলেন, "বিরোধীরা যা ইচ্ছা তাই বলবে। মিথ্যা প্রচার করা তাদের কাজ।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.