হাঙ্গলের মৃত্যুতে শোকবার্তা বলিউডের

বাসু ভট্টাচার্যর ছবি `তিসরি কসম` দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এ কে হাঙ্গল। সেটা ১৯৬৬ সাল। আসল নাম অবতার কিশন হলেও এ কে হাঙ্গল নামেই জনপ্রিয় হয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। রবিবার তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ গোটা বলিউড। টুইটারেই তাঁদের `ওয়াইজ ওল্ড ম্যানকে` শ্রদ্ধা জানাল বলিউড।

Updated By: Aug 26, 2012, 06:16 PM IST

বাসু ভট্টাচার্যর ছবি `তিসরি কসম` দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এ কে হাঙ্গল। সেটা ১৯৬৬ সাল। আসল নাম অবতার কিশন হলেও এ কে হাঙ্গল নামেই জনপ্রিয় হয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। রবিবার তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ গোটা বলিউড। টুইটারেই তাঁদের `ওয়াইজ ওল্ড ম্যানকে` শ্রদ্ধা জানাল বলিউড।
বলিউডের টুইট লিস্ট:
শাবানা আজমি: এ কে হাঙ্গল আর নেই। একটি অধ্যায়ের সমাপ্তি হল। ভারতীয় থিয়েটার ও ছবিকে সমৃদ্ধ করেছিলেন তিনি।
শেখর কাপুর: এ কে হাঙ্গল। পুরো জীবনটাই উনি থিয়েটারকে উত্সর্গ করেছিলেন।

মহেশ ভাট: বিদায় হাঙ্গল সাব! হোয়াট অ্যান ইনিংস!! !
আরশাদ ওয়ার্সি: আমার প্রথম ছবি `তেরে মেরে স্বপ্নে`তে এ কে হাঙ্গলের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার....ওনার আত্মার শান্তি কামনা করি....
রণবীর শোরে: এ কে হাঙ্গল, আত্মার শান্তি কামনা করি।
কুণাল কোহলি: ইতনা সন্নাটা কিঁউ হ্যায় ভাই.....রেস্ট ইন পিস হাঙ্গল স্যার।

.