'পদ্মাবতী'র স্পেশাল স্ক্রিনিং-এ অখুশি সেন্সর বোর্ড
'পদ্মাবতী'র মুক্তি আটকাতে চরমপন্থী হিন্দুত্ববাদীদের উত্পাতে অতিষ্ঠ পরিচালক সঞ্জয়লীলা বনশালি সহ অন্যান্য কলাকুশলীরা। যেভাবেই হোক তাঁরা যে বিতর্কের অবসান চান তা বেশ স্পষ্ট। শুক্রবার খবর মেলে, রাজপুত করণি সেনার দাবি মেনে ফিল্মের বিশেষ স্ক্রিনিং-এও রাজি হয়েছেন প্রযোজক। তবে সেন্সর বোর্ডের সার্টিফিকেট মেলার আগেই কীভাবে প্রযোজক ফিল্মের স্ক্রিনিং-এ রাজি হতে পারেন এবার এমনই প্রশ্ন তুললেন বিরক্ত সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী।
নিজস্ব প্রতিবেদন : 'পদ্মাবতী'র মুক্তি আটকাতে চরমপন্থী হিন্দুত্ববাদীদের উত্পাতে অতিষ্ঠ পরিচালক সঞ্জয়লীলা বনশালি সহ অন্যান্য কলাকুশলীরা। যেভাবেই হোক তাঁরা যে বিতর্কের অবসান চান তা বেশ স্পষ্ট। শুক্রবার খবর মেলে, রাজপুত করণি সেনার দাবি মেনে ফিল্মের বিশেষ স্ক্রিনিং-এও রাজি হয়েছেন প্রযোজক। তবে সেন্সর বোর্ডের সার্টিফিকেট মেলার আগেই কীভাবে প্রযোজক ফিল্মের স্ক্রিনিং-এ রাজি হতে পারেন এবার এমনই প্রশ্ন তুললেন বিরক্ত সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী।
ANI -কে প্রসূন বলেন, ''এটা হতাশাজনক। সেন্সর বোর্ড সার্টিফিকেট দেওয়ার আগেই পদ্মাবতী দেখানো হচ্ছে । ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে রিভিউও করা হচ্ছে ছবিটির। এধরনের ঘটনায় আপোসে, আদপে পুরো ব্যবস্থাকেই অস্বীকার করা হচ্ছে। সেন্সর বোর্ডের গুরুত্ব নষ্ট হচ্ছে।''
Disappointing that #Padmavati is being screened for media & getting reviewed on national channels without CBFC having seen or certified the Film. This compromises role of systems & balances that are part of a functioning industry: CBFC Chairman Prasoon Joshi to ANI (File Pic) pic.twitter.com/TFpSK1cN06
— ANI (@ANI) November 18, 2017
এদিকে সার্টিফিকেটের আবেদনের জন্য পাঠানো ফিল্ম কেন ফিরিয়ে দেওয়া হল সেই প্রশ্নের উত্তরে জোশি জানান, ''সেন্সর বোর্ডের সার্টিফিকেটের জন্য পদ্মাবতীর আবেদন এই সপ্তাহেই জমা পড়েছিল। তবে নির্মাতারা মেনে নিয়েছেন যে সেই আবেদনপত্র অসম্পূর্ণ। যেখানে সিনেমাটি কাহিনীভিত্তিক নাকি ইতিহাস ভিত্তিক জানানোর নির্মাতারা আবেদন পত্রের সেই অংশই ফাঁকা রেখেছিলেন। সেবিষয়টি উল্লেখ করার পাশাপাশি তার সঙ্গে উপযুক্ত নথিও দিতে বলা হয়েছে। ''
#Padmavati's application came up this week for review. Makers admit paper work isn't complete, the disclaimer whether film is work of fiction/historical was left blank & on being asked to provide imp documents,target CBFC for ”looking the other way”. It is surprising-Joshi to ANI
— ANI (@ANI) November 18, 2017
এদিকে সেন্সর বোর্ডের আরও এক আধিকারিক বলেন, ''অনেকেই 'পদ্মাবতী' দেখছেন, মতামত জানাচ্ছেন, এটা একেবারেই অনুচিত। ''
The way #Padmavati's makers screened it for individuals before CBFC certification isn't in good taste. There is a thin line b/w private & public exhibition of a film & this screening w/o certification sets wrong precedent. CBFC isn't happy with this attitude: CBFC Official to ANI
— ANI (@ANI) November 18, 2017
এদিকে সার্টিফিকেটের জন্য পাঠানো 'পদ্মাবতী' কীভাবে সেন্সর বোর্ড ফিরিয়ে দিতে পারে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী শাবানা আজমি। সত্যিই কি আবেদন পত্র অসম্পূর্ণ ছিল নাকি আসন্ন গুজরাট নির্বাচনে ফায়দা লুটতে ছবিটিকে আটকে রাখা হল তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন শাবানা।
#Padmavatis application to CBFC has been sent back bcoz of incomplete formalities! Really? Or to keep fires stoked for electoral gains?
— Azmi Shabana (@AzmiShabana) November 17, 2017
আরও পড়ুন- রাত ফুরালেও ফুরায় না যে লড়াই : তুমহারি সুলু