লকডাউনেই 'করোনাভাইরাস' ফিল্মের শ্যুটিং, প্রকাশ্যে রাম গোপাল বর্মার ছবির ট্রেলার
প্রথমে বিষয়টি তিনি গুরুত্বই দেন নি, সাধারণ জ্বর, কাশি ভেবেই উড়িয়ে দিচ্ছিলেন, কিন্তু তারপর?
নিজস্ব প্রতিবেদন : টিভি চ্যানেলের খবরে শোনা যাচ্ছে, হায়দরাবাদে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তারই মাঝে বাড়ির এক সদস্যর ক্রমাগত কাশির আওয়াজে চমকে উঠলেন বাড়ির কর্তা। প্রথমে বিষয়টি তিনি গুরুত্বই দেন নি, সাধারণ জ্বর, কাশি ভেবেই উড়িয়ে দিচ্ছিলেন, কিন্তু তারপর?
বর্তমানে সবথেকে বেশি আলোচিত বিষয় নিয়েই ছবি বানিয়ে ফেলেছেন পরিচালক রাম গোপাল বর্মা। ছবির নাম 'করোনাভাইরাস'। বুধবারই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর 'করোনাভাইরাস'-এর ট্রেলার মুক্তি পেতেই নেটদুনিয়ায় এটি ট্রেন্ডিং। তবে এই ছবিটির পরিচালক রাম গোপাল বর্মা নন, ছবিটি পরিচালনা করেছেন অগস্ত্যা মঞ্জু। রাম গোপাল বর্মা ছবির প্রযোজক।
আরও পড়ুন-ভারতে এলেই গ্রেফতার! নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের ত্রিপুরায়
'করোনাভাইরাস' ছবিটি নাকি লকডাউনের মধ্যেই বানিয়েছেন পরিচালক। এপ্রসঙ্গে রামগোপাল বর্মা বলেছেন, ''ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলীরা যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন, তখন আমি এই ছবিটি বানিয়েছি। যদিও ছবির শ্যুটিং সমস্ত রকম সতর্কতা মেনেই করা হয়েছে।''
When the rest of film people were SWEEPING FLOORS, COOKING FOOD ,WASHING UTENSILS , DRYING CLOTHES etc etc I MADE A FILM #CORONAVIRUSFILM https://t.co/fun1EdkIgX pic.twitter.com/i8ME1eyP4h
— Ram Gopal Varma (@RGVzoomin) May 27, 2020
রাম গোপাল বর্মা আরও বলেন, ''এই ছবিটি কোনও ভৌতিক বা ভয়ের ছবি নয়। তবে যে বিষয়টি নিয়ে আমাদের রাজনৈতিক নেতা থেকে আমলা সকলেই ভয় পেয়ে রয়েছেন সেটি নিয়েই ছবি। আসলে আমরাও যতটুকু জানি, ওনারাও ততটুকুই জানেন। তবে এটা আসলে কিছুই নয়।''
CORONAVIRUS is not a HORROR film. It is about the HORRORS which are inside all of us including our great political leaders and beaurecrauts who actually know only as much as us which is just nothing .”THE ONLY THING I KNOW IS THAT I KNOW NOTHING”-Socrates https://t.co/fun1Ed36Sn
— Ram Gopal Varma (@RGVzoomin) May 26, 2020
প্রসঙ্গত, এর আগে 'সরকার', 'নিঃশব্দ' 'শোলে'-র রিমেক, সহ বহু হিট ছবি বানিয়েছেন রাম গোপাল বর্মা।
আরও পড়ুন-নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, RAB-এর জেরায় কী বললেন বাংলাদেশের গায়ক নোবেল?