The Kashmir Files: আদালতের নির্দেশ, আটকে গেল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির মুক্তি, কিন্তু কেন?

দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir Files) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), অনুপম খের(Anupam Kher), পল্লবী যোশী, দর্শন কুমার সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri)। 

Updated By: Mar 11, 2022, 05:45 PM IST
The Kashmir Files: আদালতের নির্দেশ, আটকে গেল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির মুক্তি, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদন: আজ অর্থাৎ শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল বিবেক অগ্নিহোত্রীর(Vivek Agnihotri) ছবি দ্য কাশ্মীর ফাইলসের(The Kashmir Files)। কাশ্মীরী পণ্ডিতদের(Kashmiri Pandit) উপর অত্যাচার ও তাঁদের কাশ্মীর থেকে বিতাড়িত করার মতো বাস্তবের কাহিনিকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির চিত্রনাট্য। প্রথম থেকেই এই ছবি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার ছবি মুক্তির কিছু ঘণ্টা আগেই ছবির রিলিজ আটকে দিল আদালত।

এই ছবির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্কোয়াড্রন লিডার রবি খান্নার স্ত্রী নির্মল খান্না। তাঁর দাবি এই ছবিতে তাঁর স্বামীর চরিত্রটিকে ভুল ব্যাখা করেছেন পরিচালক। গত ৪ মার্চ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এই সিনেমা দেখেছিলেন তিনি। সেদিন সিনেমা দেখার পরই তাঁর বক্তব্য মঞ্চে পেশ করেন তিনি। কিন্তু তাঁর বক্তব্য অনুযায়ী তাঁর কথাকে গুরুত্ব দেয়নি নির্মাতারা। তাই আইনি পথেই এগিয়েছেন তিনি। 

আদালতের জারি করা আদেশে বলা হয়েছে,'বিবাদীদের অবিলম্বে দৃশ্যটি অপসারণ এবং মুছে ফেলার নির্দেশ। মামলাকারীর স্বামী অর্থাৎ শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নার বিষয়ে সিনেমাতে ভুল তথ্য দেখানো হয়েছে। দ্য কাশ্মীর ফাইলস সিনেমার ট্রেলার, যা বাদীর মামলায় উল্লিখিত বাস্তব ঘটনাগুলির সাথে একেবারে এবং সম্পূর্ণভাবে সম্পর্কহীন এবং ভিন্ন। ২৫ জানুয়ারি ১৯৯০ সালের যে ঘটনাটি সিনেমায় দেখানো হয়েছে, যে ঘটনায় তিনি শহিদ হয়েছিলেন, সেই বাস্তবের সত্য ঘটনাটি সিনেমায় ভুলভাবে প্রদর্শিত হয়েছে। তাই সিনেমায় ঐ অংশগুলি অপসারণ না হওযা পর্যন্ত ছবি মুক্তিতে স্থগিতাদেশ জারি করা হচ্ছে।' 

আরও পড়ুন: Tele Academy Award 2022: 'সেরা অভিনেত্রী' মিঠাই ও মোহর, সেরা খলনায়িকা জুন আন্টি, কারা হল সেরা জুটি?

দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir Files) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), অনুপম খের(Anupam Kher), পল্লবী যোশী, দর্শন কুমার সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.