'আপনি দিল্লির লোক, ধন্যবাদ নয়, আদেশ করুন', কেজরিওয়ালকে টুইট শাহরুখের
শাহরুখের এমন নমনীয়তায় মুগ্ধ দিল্লিবাসী নেটিজেনদের অনেকেই।
নিজস্ব প্রতিবেদন : ''স্যার, আপনি তো দিল্লির লোক, তাই ধন্যবাদ দেবেন না আদেশ করুন।'' অরবিন্দ কেজরিওয়ালের টুইটের উত্তরে এমনটাই লিখলেন শাহরুখ খান। শাহরুখের এমন নমনীয়তায় মুগ্ধ দিল্লিবাসী নেটিজেনদের অনেকেই।
করোনা মোকাবিলায় গোটা দেশের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। শাহরুখ যেসমস্ত রাজ্যের পাশে দাঁড়িয়েছে, সেই তালিকায় মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিও রয়েছে। দিল্লির ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার ২৫০০ জন শ্রমিককে একমাসের জন্য মুদিখানার সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার কথা জানিয়েছেন শাহরুখ। আর দিল্লির পাশে দাঁড়ানোর জন্য কিং খানকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি শাহরুখকে লিখেছেন, ''এই বিপদের সময় তাঁর সাহায্য বহু মানুষের উপকারে লাগবে।''
আরও পড়ুন-রবীন্দ্রনাথে উদ্বুদ্ধ হয়ে বাংলাকে করোনা মুক্ত করতে দিদির হাত ধরলেন 'ভাই' শাহরুখ
Thank you Shah Rukh ji for you kind words. Your generous contribution will touch many lives in this difficult hour. @iamsrk https://t.co/boaozsUXw8
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 3, 2020
দিল্লির মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদ টুইটের উত্তরেই শাহরুখ নিজের দিল্লিওয়ালা পরিচয় দিয়ে লেখেন, ''স্যার, আপনি দিল্লির মানুষ। তাই ধন্যবাদ নয়, আদেশ করুন। দিল্লির ভাইবোনেদের জন্য আমি সবসময় পাশে রয়েছি। ঈশ্বর করুন, খুব শীঘ্রই আমরা এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারবো। আমনার টিন আরও শক্তি ও সহনশীল হোক, প্রার্থনা করি।''
আরও পড়ুন-কোয়ারেন্টাইন সেন্টার গড়তে নিজেদের ৪ তলা অফিস দিয়ে দিলেন শাহরুখ-গৌরী
सर आप तो दिल्लीवाले हो, thank you मत करो, हुक्म करो। अपने दिल्लीवाले भाइयों और बहनों के लिए हम लगे रहेंगे। ईश्वर ने चाहा तो जल्द ही इस crisis से हम जीत कर निकलेंगे। More strength, resilience and power to your teams on ground sir. https://t.co/PoL7mLtlKa
— Shah Rukh Khan (@iamsrk) April 3, 2020
তবে শুধু দিল্লি, পশ্চিমবঙ্গই নয়, মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেকেও টুইট করেন শাহরুখ। লেখেন, ''এই কঠিন সময়ে একে অপরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আমরা এক পরিবার হয়ে কাজ করব। এই কঠিন সময় আপনি মহারাষ্ট্রের জন্য অনেক কাজ করছেন। যখনই একা মনে হবে একটা কি দুটো কবিতা লিখুন, ভালোবাসা রইল।''
We don’t ever have to thank each other during times like these. We r a family. Grateful you are working so hard for Maharashtra and whenever you get alone time...do write a poem or two. Love to you. https://t.co/vXkTxEqPni
— Shah Rukh Khan (@iamsrk) April 3, 2020
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ৭ দফা বিভিন্ন সাহায্য কর্মসূচির তালিকা বানিয়ে গত ১ তারিখ রাতেই টুইট করেন শাহরুখ খান। তবে শুধু শাহরুখই নন, করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন অক্ষয় কুমার, সলমন খান সহ বলিউডের অনেক তারকাই।
আরও পড়ুন-করোনা মোকাবিলায় বাংলার পাশে শাহরুখ, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ২.৫ কোটি টাকা