প্রাপ্তবয়ষ্ক `দেশি বয়েজ`

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন রোহিত ধাওয়ানের মাল্টিস্টারার সিনেমা `দেশি বয়েজ`কে `প্রাপ্তবয়স্কদের উপযোগী` সার্টিফিকেট দেওয়াতে বেজায় ক্ষুব্ধ পরিচালক রোহিত। রোহিতের বাবা, ডেভিড ধাওয়ান তাঁর পরিচালক জীবনে কোনও সিনেমার জন্যই এ-রেটিং পাননি। আর জীবনের প্রথম সিনেমাতেই রোহিত পেলেন `অ্যাডাল্ট ছবির` তকমা!

Updated By: Nov 24, 2011, 01:27 PM IST

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন রোহিত ধাওয়ানের মাল্টিস্টারার সিনেমা `দেশি বয়েজ`কে `প্রাপ্তবয়স্কদের উপযোগী` সার্টিফিকেট দেওয়াতে বেজায় ক্ষুব্ধ পরিচালক রোহিত। রোহিতের বাবা, ডেভিড ধাওয়ান তাঁর পরিচালক জীবনে কোনও সিনেমার জন্যই এ-রেটিং পাননি। আর জীবনের প্রথম সিনেমাতেই রোহিত পেলেন `অ্যাডাল্ট ছবির` তকমা! `আমি দুঃখিত, হতভম্ব। একটা রোমান্টিক ফিল-গুড সিনেমা বানাতে গিয়ে এরকম এ-রেটিং পাব ভাবিনি। যাঁরা সিনেমাটা দেখবেন, তাঁরা বুঝবেন যে এ-রেটিং প্রাপ্ত সিনেমাগুলির মধ্যে এটাই হয়ত সবচেয়ে নিরামিষ ফিল্ম`, বলেছেন রোহিত। সিনেমার মুল চরিত্রে আছেন অক্ষয়কুমার এবং জন আব্রাহাম। তাঁরা অভিনয় করছেন এমন দুই চরিত্রে যাঁরা উপার্জনের জন্য মেল স্ট্রিপারের কাজ করতে শুরু করেন। ছবির একটি আইটেম সং এ পারফর্ম করছেন `হাজারো খোয়াইশে আইসি`, `সরি ভাই` খ্যাত চিত্রাঙ্গদা সিং। ডেভিড ধাওয়ানের ছেলের প্রথম ছবির সুবাদে ইতিমধ্যেই স্পটলাইটে `দেশি বয়েজ`। `প্রাপ্তবয়ষ্ক` তকমা পাওয়ায় প্রচারের আলো আরও বেশি উজ্জ্বল হল বলে মনে করছে ফিল্মি দুনিয়া।

.