করোনার মারণ থাবা, লন্ডনে প্রয়াত জনপ্রিয় পরিচালক গুরিন্দর চাড্ডার পিসি
কেউ যেতে পারছেন না শেষ সময়ে
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন চলচ্চিত্র পরিচালক গুরিন্দর চাড্ডার পিসি। লন্ডনে থাকাকালীনই করোনা আক্রান্ত হন গুরিন্দর চাড্ডার ছোট পিসি। সেখানকারই একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন : চাই ২৫০০ পিপিই, সাহায্যের জন্য শাহরুখের কাছে আবেদন বলিউড অভিনেত্রীর
যদিও মৃত্যুর পর গুরিন্দর চাড্ডার ছোট পিসির সঙ্গে কেউ দেখা করতে যেতে পারছেন না। লকডাউনের জেরে যখন বন্ধ আন্তর্জাতিক রুটের সমস্ত বিমান, সেই সময় লন্ডনে যাওয়া সম্ভব নয় কোনওভাবেই। সেই কারণে লন্ডনের পুলিস প্রশাসনই তাঁর পিসির শেষকৃত্যের ব্যবস্থা করছেন। যার জন্য লন্ডন পুলিস এবং চিকিতসা কর্মীদের ধন্যবাদও জানান গুরিন্দর।
প্রসঙ্গত, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অ্যাঙ্গাস, বাকহাম-সহ একাধিক সিনেমার পরচালনা করেন গুরিন্দর চাড্ডা। কঠিন সময়ে তাই জনপ্রিয় এই পরিচালক পরিবারের পাশে দাঁড়িয়েছে সিনে মহল।
গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে একের পর এক মানুষের। গোটা বিশ্বে সঙ্গে ভারতেও দাপিয়ে বেড়াচ্ছে এই মারণ ভাইরাস। বর্তমানে মুম্বই, পুনে, কলকাতা, ইন্দোর এবং জয়পুর নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।