'ঘরে বাইরে আজ'-এর বৃন্দা এবার গোয়েন্দাগিরিতে, দময়ন্তীর ভূমিকায় তিনি ঠিক কেমন?
বাংলা ওয়েব সিরিজে এখনও পর্যন্ত কোনও মহিলা গোয়েন্দার আবির্ভাব হয়নি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
!['ঘরে বাইরে আজ'-এর বৃন্দা এবার গোয়েন্দাগিরিতে, দময়ন্তীর ভূমিকায় তিনি ঠিক কেমন? 'ঘরে বাইরে আজ'-এর বৃন্দা এবার গোয়েন্দাগিরিতে, দময়ন্তীর ভূমিকায় তিনি ঠিক কেমন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/19/275942-4344342.jpg)
নিজস্ব প্রতিবেদন : বাংলা ছবির দুনিয়ায় মহিলা গোয়েন্দা প্রায় নেই বললেই চলে। যদিও বা গত বছর (২০১৯) পরিচালক অরিন্দম শীলের হাত ধরে বাংলা ছবিতে 'মিতিন মাসি'কে পেয়েছিলাম। এমনকি টিভির দুনিয়াতেও 'গোয়েন্দা গিন্নি'কে বেশ পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু বাংলা ওয়েব সিরিজে? নাহ, এখনও পর্যন্ত কোনও মহিলা গোয়েন্দার আবির্ভাব হয়নি। OTT প্ল্যাটফর্মের দৌলতে ইংরাজি ক্রাইম থ্রিলারগুলিতে মহিলা গোয়েন্দারা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং তাঁরা জনপ্রিয়ও বটে। তবে বাংলা ওয়েব সিরিজে এখনও সেটা সম্ভব হয়নি।
তবে এখনও পর্যন্ত যেটা হয়নি, এবার সেটাই ঘটতে চলেছে বাংলা OTT প্ল্যাটফর্ম 'হইচই'-এর দৌলতে। পরিচালক অরিত্র সেন ও রোহন ঘোষের পরিচালনায় আসছে প্রথম মহিলা ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজি- 'দময়ন্তী'। ঘরে বাইরে আজ'-বৃ্ন্দা অর্থাৎ অভিনেত্রী তুহিনা দাসকে।
আরো পড়ুন-৪ এ পা 'হইচই'-এর, ২৫টি ওয়েব সিরিজে রয়েছে একের পর এক চমক
'দময়ন্তী'র চরিত্রটি ঠিক কেমন? এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডট কমকে তুহিনা জানান, ''হ্যাঁ, প্রথমবার মহিলা গোয়েন্দা চরিত্র। খুবই মজার গল্প। এখানে দময়ন্তী কিন্তু পেশায় গোয়েন্দা নন, উনি শখে গোয়ান্দাগিরি করেন। আসলে মেয়েটি একটি কলেজে ইতিহাস পড়ায়। খুবই বুদ্ধিমতী, টেকনোলজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। তাঁর কম্পিউটার হ্যাকিংয়ের দক্ষতা রয়েছে। ও বিভিন্ন রহস্য সমাধান করার জন্যও ভীষণ আগ্রহী।''
তুহিনা আরও জানান, ''দময়ন্তির প্রথম সিজনের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। এখানে আমি ছাড়াও আমার স্বামীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাশিসকে। এছাড়াও চান্দ্রেয়ী ঘোষ একটা মজার চরিত্রে রয়েছেন। গৌতম পুরকায়স্থ, অমৃতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই রয়েছেন প্রথম সিজনে।''
''লকডাউনে তো দমবন্ধ হয়ে যাচ্ছিল। কাজে ফেরাটা একটা অন্য আনন্দের। একটুকরো আলো পাওয়ার মতো। অরিত্র সেন ও রোহন ঘোষের সঙ্গে প্রথমবার কাজ করলাম অভিজ্ঞতা বেশ ভালোই।''