প্রশাসনিক তৎপরতায় ওষুধ পেলেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলি
একথা টুইট করে নিজেই জানিয়েছেন নাফিসা আলি।
নিজস্ব প্রতিবেদন : ক্যানসার আক্রান্ত, বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি-র কাছে পৌঁছে গেল ওষুধ। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় প্রশাসনের কিছু আধিকারিক তাঁর কাছে ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছেন। একথা টুইট করে নিজেই জানিয়েছেন নাফিসা আলি।
গোটা দেশে লকডাউনের জেরে গোয়ায় বাড়িতে আটকে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি। তিনি ক্যানসার আক্রান্ত। এই পরিস্থিতিতে ওষুধপত্র কিছুই পাচ্ছেন না। বাড়িতে মজুত খাবারও শেষ। যেটুকু মজুত শুকনো খাবার ছিল, তা খেয়েই দিন কাটছে বলে PTI-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে তিনি রয়েছেন উত্তর গোয়ায় মর্জিম বলে একটি এলাকায়। সেখানে তিনি তাঁর মেয়ের সঙ্গে রয়েছেন। এদিকে সরকারি উদ্যোগে ওষুধ ও প্রয়োজনীয় ওষুধপত্র পেয়ে আপ্লুত অভিনেত্রী, প্রশাসনিক তৎপরতার প্রশংসা করে টুইট করেছেন।
আরো পড়ুন-প্রধানমন্ত্রী মোমবাতি জ্বালানোর বার্তা, টুইট করে ট্রোল হলেন তাপসি পন্নু
I am grateful to the Goa administration that came to check on me & discuss how to resolve issues regarding the fresh food chain to help the locals in Morjim .They will also try finding my medicine in Panjim . Requested that police be guided to not hit people out for to buy food . pic.twitter.com/zBgb5wFvV8
— Nafisa Ali Sodhi (@nafisaaliindia) April 2, 2020
Met veteran actress @nafisaaliindia during inspection of Pernem/Mandrem area. Understood her concerns. She is getting essential supplies. Her medicine supplements list has been taken and we will get those soon. We are caring for Senior Citizens#GoafightsCovid https://t.co/yRoDXjOnv0 pic.twitter.com/9FZD1Fisui
— Kunal (@kunalone) April 2, 2020
এদিকে সুইৎজারল্যান্ড থেকে ফেরার পর তাঁর ভাইঝি কোভিড-১৯-এ আক্রান্ত বলে জনিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলি। তবে বর্তমানে চিকিৎসায় তাঁর ভাইঝি সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান।
আরও পড়ুন-'আর্থিক সাহায্য পেলে সংসারটা বেঁচে যেত', বললেন রতন কাহার