জন্মদিনে শুনে নিন কেকে-র গাওয়া অন্যতম সেরা পাঁচ গান

Updated By: Aug 23, 2016, 01:55 PM IST
জন্মদিনে শুনে নিন কেকে-র গাওয়া অন্যতম সেরা পাঁচ গান

স্বরূপ দত্ত

আজ ২৩ আগস্ট। জন্মদিন কৃষ্ণকুমার কামাথের। কৃষ্ণকুমার কামাথ, নামটা শুনে কি চিনতে পারলেন না? তা অবশ্য ঠিক। এই নামে তাঁকে বেশি মানুষ চেনেন না। বরং, লোকে তাঁকে এক ডাকে কে কে বলেই চেনেন। কে কে। এ দেশের গত ১৫ বছরের অন্যতম সেরা বলিউড ফিল্মের গায়ক। কে কে মানেই রোম্যান্টিক কিংবা স্যাড গানের ছড়াছড়ি। যা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে।

মানুষটা তো শুধু বলিউডেই গান গাননি। পাশাপাশি গান গেয়েছেন তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ফিল্মেও। আরও মজার কথা যে, বলিউডে অভিষেক করার আগে প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গল গেয়ে ফেলেছিলেন তিনি। ১৯৯৯ সালে রিলিজ হয় কে কে-র প্রথম অ্যালবাম। আর শুরুতেই তিনি এবং তাঁর গান সুপার হিট। তারপর ফিল্ম মানেই তো কে কে আর কে কে-র কণ্ঠস্বর। সেটা হাম দিল দে চুকে সনমই হোক অথবা হামরাজ। দিল চাহতা হ্যায় হোক অথবা জিসম। গ্যাঙস্টারই হোক অথবা লাইফ ইন আ মেট্রো। জন্নত থেকে ওম শান্তি ওম, কে কে-র গানের তালিকা কি আর বলে শেষ করা যায়। আজ তাঁর জন্মদিন। রোজই শোনেন। কিন্তু আজ একটু স্পেশালভাবেই শুনে নিন না, কে কে-র গাওয়া অন্যতম সেরা পাঁচ গান। আজ মন হয়ে যাবে একদম খুশ। আর মুড? শুধুই রোম্যান্টিক। আর কী, তাহলে এবার নিজের মনে গুনগুন করতে থাকুন।

১) দিল ইবাদত কর রহা হ্যায় (তুম মিলে)

 

২) তুহি মেরে সব হ্যায় (গ্যাঙস্টার)

৩) ও মেরি জান (লাইফ ইন আ মেট্রো)

৪) সাজদা (খাট্টা মিঠা)

৫) ম্যানে দিল সে কাহা (রোগ)

.