ছেলেবেলায় বাবার জন্মদিন এলে এমনটাই মনে হত, রাজেশ খান্নার স্মৃতিতে নস্ট্যালজিক টুইঙ্কেল
বাবা রাজেশ খান্নার ৭৬ তম জন্মবার্ষিকীও সেলিব্রেট করছেন।
নিজস্ব প্রতিবেদন: বাবা মেয়ের একই তারিখে জন্ম, এমন উদাহরণ হয়ত খুব কমই হয়। বলিউডে এমন উদাহরণও রয়েছে। ২৯ ডিসেম্বর প্রাক্তন অভিনেত্রী তথা লেখিকা নিজের ৪৪ তম জন্মদিন সেলিব্রেট করার সঙ্গে সঙ্গে বাবা রাজেশ খান্নার ৭৬ তম জন্মবার্ষিকীও সেলিব্রেট করছেন।
বাবা রাজেশ খান্নার অত্যন্ত কাছের ছিলেন টুইঙ্কেল। বাবা রাজেশ খান্না আর নেই, তবে প্রত্যেক বছর এই বিশেষ দিনটিতে বাবাকে স্মরণ করতে ভোলেন না টুইঙ্কেল। ২৯ ডিসেম্বর, শনিবারও স্মৃতির পাতা থেকে বাবা রাজেশ খান্নার একটি পুরনো ছবি শেয়ার করেছেন টুইঙ্কেল। ছবিতে রাজেশ খান্নাকে তাঁর বাড়ির বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গেছে। একসময় এমনই এক জন্মদিনে রাজেশ খান্নাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে ভক্তদের ঢল নেমেছিল। টুইঙ্কেল লিখেছেন, ''ছেলেবেলায় আমি নিশ্চিত ছিলাম, তাঁর (রাজেশ খান্নার) জন্মদিনে আসা সমস্ত ফুলের ট্রাকগুলি আসলে আমার জন্যই আসে।''
আরও পড়ুন- প্রথম দিনেই রণবীর-সারার 'সিম্বা'র বক্স অফিস কালেকশন কত জানেন?
As a toddler, I was convinced that all the truckloads of flowers that would arrive for his birthday were actually for me...#NowAndForever pic.twitter.com/Ky5JBPkR5J
— Twinkle Khanna (@mrsfunnybones) December 29, 2018
অন্যদিকে স্ত্রী টুইঙ্কেল ও প্রয়াত শ্বশুরমশাই রাজেশ খান্না, দুজনকেই একই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারও। ''আমি তাঁর (রাজেশ খান্নার) তারকাজীবনের গল্প শুনতে শুনতে বড় হয়েছি, তখন আমি কখনও ভাবিই নি, যে আমি কখনও তাঁরই মেয়েকে বিয়ে করব। নিজের প্রিয় মানুষটিকে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। দুজনকেই (রাজেশ খান্না ও টুইঙ্কেল খান্না) জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। ''
While growing up I’d heard fascinating tales of his superstardom, never imagining one day I’ll marry his fascinating daughter...thank you for giving me this precious oneHappy birthday to both of you pic.twitter.com/ObXjzvrNt1
— Akshay Kumar (@akshaykumar) December 29, 2018
তবে শুধু শ্বশুরমশাই রাজেশ খান্নারই নয়, অক্ষয় তাঁর শাশুড়ি মা ডিম্পল কপাডিয়ারও ভীষণ কাছের। প্রসঙ্গত, রাজেশ খান্না ও ডিম্পল কপাডিয়া কন্যা টুইঙ্কেল খান্না বহুদিন হল অভিনয় থেকে লেখিকা হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছেন। সম্প্রতি তাঁর মুক্তি প্রাপ্ত বইটির নাম 'পায়াজামাস আর ফরগিভিং'।