অরিন্দম শীলের 'হর হর ব্যোমকেশ'-এ সত্যান্বেষী সম্ভবত আবির
গোয়েন্দা বদল করলেন অরিন্দম শীল। শবর দাশগুপ্তের পর এবার ব্যোমকেশকে নিয়ে ফিরছেন তিনি। ছবির নাম রেখেছেন হর হর ব্যোমকেশ।
ওয়েব ডেস্ক: গোয়েন্দা বদল করলেন অরিন্দম শীল। শবর দাশগুপ্তের পর এবার ব্যোমকেশকে নিয়ে ফিরছেন তিনি। ছবির নাম রেখেছেন হর হর ব্যোমকেশ।
বেনারসে শুটিং শুরু আগস্টে। শবরের বিপুল সাফল্যের পর হঠাত্ ব্যোমকেশকে বাছার কারণ অনুসন্ধান করে জানা গেল শবর করতে করতেই ব্যোমকেশ করার ইচ্ছে। এই নতুন ব্যোমকেশ কে হবেন? কেমন হবে তাঁর লুক? পরিচালকের কথায় তাঁর ব্যোমকেশ বেশ আধুনিক তবে তিনি জিন্স পরবেন না। চশমা পরবেন বৈকি, তবে তাতে চোখ স্পষ্ট দেখা যাবে। কারণ তিনি সত্যান্বেষী। গোফ থাকবে না তাঁর ব্যোমকেশের। তাহলে কে এই ব্যোমকেশ?
টলিউডের বাছাই করা নায়কদের মধ্যে কার মাথায় উঠছে ব্যোমকেশের শিরোপা। বাঙালি প্রিয় গোয়েন্দা চরিত্রের সঙ্গে মানানসই বলতে রয়েছেন একমাত্র আবির চ্যাটার্জি। তাহলে তিনিই কি অরিন্দমের ব্যোমকেশ। এর আগেও আবির অঞ্জন দত্তর ব্যোমকেশ সিরিজে সত্যান্বেষী রূপে বার বার মন ছুঁয়েছে দর্শকদের। উত্তরটা পরিচালক আপাতত লুকোতে চাইলেও আমরা একটা আন্দাজ করতেই পারি কে হবেন অরিন্দমের ব্যোমকেশ।