Ashraful Hossain Alam: ভোটে হেরেও নিস্তার নেই! একুশের বইমেলায় গালাগালির বন্যায় পালালেন হিরো আলম

এ ঘটনায় অভিযোগ দিতে ডিবি পুলিসের দ্বারস্থ হয়েছেন আশরাফুল হোসেন আলম। এদিন বিকেল চারটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলায় নিজের লেখা বইয়ের প্রচার চালাচ্ছিলেন আলম।

Updated By: Feb 23, 2024, 05:59 PM IST
Ashraful Hossain Alam: ভোটে হেরেও নিস্তার নেই! একুশের বইমেলায় গালাগালির বন্যায় পালালেন হিরো আলম
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি একুশের বইমেলায় মুক্তি পেয়েছে হিরো আলমের ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’। বইমেলায় এই বইয়েরই প্রচার চালাচ্ছিলেন তিনি। সেখানেই তাঁকে কার্যত দূর দূর করে তাড়িয়ে দেওয়া হল বলে অভিযোগ বাংলাদেশের এই কনটেন্ট ক্রিয়েটরের। ‘ছি ছি’, ‘ভুয়ো ভুয়ো’ স্লোগান দিয়ে তাঁকে বইমেলা থেকে বের দেন সেখানকার লোকজন। সব কিছু দেখেও পুলিস চুপচাপ ছিল বলে অভিযোগ হিরো আলমের।

আরও পড়ুন, Mamata Banerjee at Didi No.1: দিদি নম্বর ওয়ানে রচনাকে ঘোল খাওয়ালেন মমতা, যদিও রুটি বেলায় ফার্স্ট ডোনা

এ ঘটনায় অভিযোগ দিতে ডিবি পুলিসের দ্বারস্থ হয়েছেন আশরাফুল হোসেন আলম। এদিন বিকেল চারটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলায় নিজের লেখা বইয়ের প্রচার চালাচ্ছিলেন আলম। হঠাৎ একদল মানুষ তার উদ্দেশে ভুয়ো ভুয়ো, ছিঃ ছিঃ বলে কটাক্ষ করত থাকে। সোহরাওয়ার্দী উদ্যানে, অবস্থা বেগতিক দেখে পুলিস কর্মীরা নিরাপত্তাবেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

হিরো আলমের কথায়, ''ভুয়ো, ভুয়ো যারা বলেছেন, তারা জানেন এই শব্দটা ইভটিজিংয়ের মধ্যে পড়ে। এই শব্দটা শুধু হিরো আলমকে নয়। এই শব্দটা মাশরাফি বলেন, সাকিব আল হাসান বলেন, তারপর শামীম ওসমান বলেন, জায়েদ খান বলেন, আমাকে বলেন, এরকম অনেক লোকের উদ্দেশে এই শব্দটা ব্যবহার করেছে।''

তাঁর আরও অভিযোগ, 'এরা চায় না বইমেলায় কোনও সেলিব্রিটি যাক। এরকম কাজ করে তারা বইমেলা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে।' প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি এরকম কটাক্ষের মুখে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা দম্পতি। এরপরে একই কাণ্ড ঘটে ডা. সাবরিনার সঙ্গে। 

আরও পড়ুন, Rituparna Sengupta| Ferdous Ahmed: 'আমরা দুই দেশের সম্পর্ক-মৈত্রী আরও দৃঢ় করতে পারব', ঋতুপর্ণাকে রাজনীতিতে আসার পরামর্শ ফিরদৌসের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.