Salman Khan |Sanjay Dutt : হলিউডি থ্রিলারে এবার কাঁপাবেন ভাইজান, সঙ্গী 'মুন্নাভাই'!

Salman Khan and Sanjay Dutt together : কেউই বড় পর্দায় আসেননি অনেকদিন। সলমান খান বছরে একটি সিনেমা করলেও, মুন্নাভাই সাম্প্রতিক অতীতে সেভাবে কিছু করেননি। আর এবার দুজনে আসছেন একেবারে হলিউড ছবিতে।

Updated By: Feb 19, 2025, 03:27 PM IST
Salman Khan |Sanjay Dutt : হলিউডি থ্রিলারে এবার কাঁপাবেন ভাইজান, সঙ্গী 'মুন্নাভাই'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  আবার একসঙ্গে সল্লু আর সঞ্জু। এবার হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে ভাইজান সলমান খান ও সঞ্জয় দত্তকে। বলিউডে সঞ্জু বাবা বলেই যাকে সকলে চেনেন। একসময় খুব দোস্তি ছিল দুজনের। তারপর সঞ্জয়ের কারাবাস এবং পরিবর্তিত জীবনের পর দুজনকে এক ফ্রেমে বিশেষ দেখা যায়নি। এবার দুজনে একসঙ্গে আসছেন রূপালী পর্দায়। বি-টাউনের জনপ্রিয় এই দুই হিরোর গন্তব্য এবার হলিউড। আর এমন খবর প্রকাশ্যে আসতেই সিনেমহলে থামছে না শোরগোল। জানা গেছে, হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে সলমান ও সঞ্জয়কে। আন্তর্জাতিক প্রজেক্টের কাজ হিসেবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তারা। আর সে জন্য পাড়ি দেবেন সৌদি আরবে। সৌদির আলউলা স্টুডিওজে শুরু হয়েছে সেই হলিউড ছবির শুটিং, যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আমেরিকান থ্রিলার ঘরানার ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সালমান-সঞ্জয়কে। তবে কিছু বিশেষ শর্তের কারণে সেই ছবির নাম এখনই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি।

আরও পড়ুন:  ছত্রপতির দাপটে কাঁপছে বলিউড, ভিকির কামব্যাকে ২৭৩ কোটির কামাল!

প্রযোজকদের কাছে সৌদি আরবের আলউলা স্টুডিওজ বেশ পছন্দের শুটিং লোকেশন। জেরার্ড বাটলারের কান্দাহার-এর (২০২৩) মতো হলিউড ছবিগুলোর শুটিং হয়েছে। এরই ধারাবাহিকতায় সলমান-সঞ্জয়ের সেই হলিউড থ্রিলারের সিনেম্যাটিক পটভূমি তৈরি করবে এই স্টুডিও। তিন দিনের শুটিং শুরু করতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সলমান খানের টিম রিয়াদে পৌঁছেছে বলে জানা গেছে।

আরও পড়ুন:  SANIA MIRZA | SHAHID KAPOOR: শাহিদের সুঠাম শরীরী কাব্যে আদুরে আঁকিবুকি সানিয়ার? বিচ্ছেদ আবহে ভাইরাল ভিডিয়ো

প্রসঙ্গত, সলমান খান  এবং সঞ্জয় দত্ত  বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে 'সাজন' (১৯৯১), 'চল মেরে ভাই' (২০০০) এবং 'ইয়ে হ্যায় জলওয়া' (২০০২)। এই জুটিকে সবসময়ই দর্শকদের আকৃষ্ট করেছে। গত বছর সঞ্জু-সল্লু জুটিকে ইন্দো-কানাডিয়ান র‍্যাপার 'ধিলনের' 'ওল্ড মানি' গানে একসঙ্গে দেখা যায়।অন্যদিকে সালমানকে পরবর্তীতে এ. আর. মুরুগাদোস পরিচালিত 'সিকান্দার' ছবিতে দেখা যাবে। ছবিতে সলমানের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা। প্রতীক বব্বর খলনায়কের চরিত্রে এবং সত্যরাজ এবং শারমান যোশী অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সঞ্জয় দত্তের হাতেও বেশ কিছু প্রজেক্ট রয়েছে, যার মধ্যে রয়েছে 'হাউসফুল ৫', 'বাঘি ৪' এবং 'সন অফ সর্দার'-এর সিকুয়্যেল।

.