International Emmy Awards 2021: মনোনীত নওয়াজউদ্দিন সিদ্দিকি, সুস্মিতা সেন ও বীর দাস
ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের তরফ থেকে এই নামগুলি ঘোষণা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : নওয়াজউদ্দিন সিদ্দিকি, সুস্মিতা সেন ও বীর দাস-এর অনুরাগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে (International Emmy Awards 2021) মনোনীত এই তিন নাম। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের তরফ থেকে এই নামগুলি ঘোষণা করা হয়েছে।
নেটফ্লিক্সের কমেডি ফিল্ম 'সিরিয়াস মেন'-এ সুধীর মিশ্রার চরিত্রের জন্য এককভাবে সেরা অভিনেতা বিভাগে নির্বাচিত হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। ২০১০ সালে মানু জোসেফের 'সিরিয়াস মেন' উপন্যাস অবলম্বনে এই ছবিটির পরিচালক সুধীর মিশ্র। এই ছবির হাত ধরে সমাজের জাতিভেদ প্রথার বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছিলেন পরিচালক।
আরও পড়ুন-Maldives-এ মধুচন্দ্রিমা, বিকিনি অবতারে একান্ত মুহূর্তে Rahul Vaidya-র সঙ্গে Disha
.@Nawazuddin_S has bagged an #InternationalEmmyAwards 2021 nomination for Best Performance by an Actor! Siddiqui has been nominated for his role in @IAmSudhirMishra's satirical comedy film #SeriousMen, and we wish him the best of luck! @iemmys @netflix pic.twitter.com/1vRxUQKRZU
— U.S. Consulate Mumbai (@USAndMumbai) September 24, 2021
অন্যদিকে ডিজনি + হটস্টারে মুক্তি পাওয়া পরিচালক রাম মাধবনীর 'আর্যা'-তে অভিনয় করেন সুস্মিতা সেন(Sushmita Sen)। সেরা ড্রামা বিভাগে মনোনীত হয়েছে সুস্মিতার 'আর্যা'। ডাচ ক্রাইম থ্রিলার 'পেনোজা'র রিমেক হল 'আর্যা'। এই বিভাগে মনোনীত আরও তিনটি ছবি হল ইজরায়েলের 'তেহরান', চিলির 'এল প্রেসিডেন্ট' এবং ইংল্যান্ডের 'দেয়ার সি গোজ সিজন-২'।
Congratulations to the entire team behind @thesushmitasen starrer crime thriller #Aarya that made it to the final four nominations in the Best Drama Series category at the #InternationalEmmyAwards 2021! @iemmys pic.twitter.com/2eOD5jISnW
— U.S. Consulate Mumbai (@USAndMumbai) September 24, 2021
এদিকে কমেডি বিভাগে মনোনীত হয়েছে কপিল শর্মার বীর দাস : ফর ইন্ডিয়া। এই বিভাগে মনোনীত আরও তিন শো হল ফ্রেঞ্জ শো 'কল মাই এজেন্ট', ইংল্যান্ডের 'মাদারল্যান্ড : ক্রিসমাস স্পেশাল', কলম্বিয়ার 'প্রমিসেস দ্যা কাম্পানা'।
Kudos to @thevirdas whose @NetflixIndia special #VirDasForIndia, which the comedian dubbed as his ‘humble love letter to India,’ bagged a nomination in the Comedy segment of the #InternationalEmmyAwards 2021! @iemmys @netflix pic.twitter.com/XeseVwiPKq
— U.S. Consulate Mumbai (@USAndMumbai) September 24, 2021
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে (International Emmy Awards 2021) তাঁদের নাম মনোনীত হওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, সুস্মিতা সেন ও বীর দাস।