ইনিই এখন বিগ বসের 'সানি লিওন টু'!
সানি লিওন টু-এর হদিশ পেল বিগ বস টেনের ঘর। সানি লিওন ঠিক যেমনটা বিগ বস ফাইভে করেছিলেন, তেমনটই বিগ বস দশের ঘরে করছেন লোপামুদ্রা রাউত। সানি মানেই যেমন তাপমাত্রার পারদ চড়ত, তেমনই লোপাও তাই করছেন। পোলডান্স থেকে পুলের ধারে বিকিনিতে কোমর দোলানো সবই করছেন লোপামুদ্রা। লোপামুদ্রাকে এখন অনেকেই ডাকছেন সানি লিওন টু নামে। লোপা ব্যাপারটা উপভোগও করছেন।
![ইনিই এখন বিগ বসের 'সানি লিওন টু'! ইনিই এখন বিগ বসের 'সানি লিওন টু'!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/22/71017-su.jpg)
ওয়েব ডেস্ক: সানি লিওন টু-এর হদিশ পেল বিগ বস টেনের ঘর। সানি লিওন ঠিক যেমনটা বিগ বস ফাইভে করেছিলেন, তেমনটই বিগ বস দশের ঘরে করছেন লোপামুদ্রা রাউত। সানি মানেই যেমন তাপমাত্রার পারদ চড়ত, তেমনই লোপাও তাই করছেন। পোলডান্স থেকে পুলের ধারে বিকিনিতে কোমর দোলানো সবই করছেন লোপামুদ্রা। লোপামুদ্রাকে এখন অনেকেই ডাকছেন সানি লিওন টু নামে। লোপা ব্যাপারটা উপভোগও করছেন।
আরও পড়ুন- নতুন জড়ুয়ায় করিশ্মা, রম্ভা কে
লোপামুদ্রা এখন বিগ বস টেন হাউসের সেক্স কোশেন্ট হয়ে গিয়েছেন। বিগ বসের ঘর এখন দুটো দলে বিভক্ত। একদিকে, টিম বানি। অন্যদিকে, টিম লোপামুদ্রা। দুই টিমের দায়িত্ব হল ভাইরাল ভিডিও তৈরি করে সানি লিওনের মত জেতা।