BJP-তে যোগ দিচ্ছেন? জবাব দিলেন Prosenjit
জল্পনায় ইতি টানলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই।
নিজস্ব প্রতিবেদন : বিজেপি (BJP)তে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? টলিপাড়া থেকে রাজনৈতিক মহল, মঙ্গলবার সন্ধে থেকেই ঘুরপাক খাচ্ছে এমনই একটি প্রশ্ন। এমন জল্পনার কারণ, 'বুম্বাদা'র সঙ্গে BJP নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ। তবে এবার সেই জল্পনায় ইতি টানলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই।
কী জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
'বুম্বাদা'র সাফ কথা, তিনি রাজনীতিতে আসছেন না। তাঁর কথায়, ''রাজনীতিতে আসার জন্য আমার আরও ৫ বছরের প্রস্তুতি প্রয়োজন। যদি রাজনীতিতে আসতেই হয়, তাহলে আমায় এই প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিতেই হবে।''
আরও পড়ুন-জনগণের কাছে পৌঁছবে 'দিদির দূত', প্রচারে Mimi, Nusrat
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সম্প্রতি একটি বই লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। নাম 'অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি'। মঙ্গলবার সন্ধ্যেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সেই বইটির একটি কপি অভিনেতাকে উপহার দেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন দুজনে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আগুনের মত ছড়িয়ে পড়ে। ছবি পোস্ট করেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় নিজেও। লেখেন, ''বাংলার সংস্কৃতির অন্যতম আইকন এবং গর্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পেরে খুশি। আমাদের দুজনের মধ্যে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে। আমি ওঁকে অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি-বইটির একটি কপি উপহার দিয়েছি। আমরা আবারও পশ্চিমবঙ্গকে ভারতীয় সংস্কৃতির হৃদয় হিসাবে ফিরে পেতে চাই।''
Was delighted to meet Bengal's cultural icon & pride, the evergreen Sh @prosenjitbumba. Had a very interesting & insightful conversation. Presented him with a copy of @AmitShah & the March of #BJP. We need to regain #WestBengal's position as India's cultural hub & heart! pic.twitter.com/nIEkCx2G87
— Dr. Anirban Ganguly (@anirbanganguly) February 16, 2021
এই একই ছবি ফেসবুকে পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের BJP-তে যোগদানের জল্পনার আগুনে ঘি ঢালেন সম্প্রতি বিজেপিতে যোগদানকারী রুদ্রনীল ঘোষ। যদিও সমস্ত জল্পনাতেই জল ঢাললেন প্রসেনজিৎ।
আরও পড়ুন-টিকিট না পেলে ছাড়বেন রাজনীতি, মমতাকে জানালেন চিরঞ্জিত