অপমানিত সাঁওতাল জনগোষ্ঠি, বিতর্কে জনপ্রিয় বাংলা সিরিয়াল ইষ্টিকুটিম

বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ইস্টিকুটুম। সাঁওতাল মেয়ের জীবনের উপর তৈরি এই সিরিয়ালই এবার বন্ধ হয়ে যেতে পারে আদালতের নির্দেশে। আদালতকে জানানো হয়েছে যে ধরণের ভাষা এই সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত কুরুচিকর।

Updated By: Jul 24, 2014, 10:02 PM IST
অপমানিত সাঁওতাল জনগোষ্ঠি, বিতর্কে জনপ্রিয় বাংলা সিরিয়াল ইষ্টিকুটিম

কলকাতা: বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ইস্টিকুটুম। সাঁওতাল মেয়ের জীবনের উপর তৈরি এই সিরিয়ালই এবার বন্ধ হয়ে যেতে পারে আদালতের নির্দেশে। আদালতকে জানানো হয়েছে যে ধরণের ভাষা এই সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত কুরুচিকর। সাঁওতাল মেয়েই এখানে মুখ্য চরিত্র অথচ সেই জনগোষ্ঠিকেই নানাভাবে অপমান করা হচ্ছে।  

সাঁওতাল মহিলার এই বেদনার কাহিনি এখন ঘরে ঘরে। এই সিরিয়লের দৌলতে মুখ্য চরিত্র বাহার জনপ্রিয়তাও তুঙ্গে।  খেরোয়াল সাঁওতা সুসার গোঁয়াতা নামে সাঁতালদের একটি গোষ্ঠির জীবনের  উপর ভিত্তি করে এই সিরিয়াল তৈরি হয়েছে। সমস্যা সেখানেই।  কলকাতা হাইকোর্টের দায়ের করা একটি মামলায় তীব্র আপত্তি তোলা হয়েছে সিরিয়লের ভাষা নিয়ে।

তবে এই সব মানতে নারাজ সিরিয়ালের নির্দেশক।

.