জন্মদিনে জগজিৎ সিংকে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

গজল সম্রাট জগজিৎ সিংয়ের ৭২তম জন্মদিনে গুগল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল। আজকের গুগল ডুডলে জগজিত সিংয়ের সেই পরিচিত হারমোনিয়াম নিয়ে গান গাওয়ার ভঙ্গী।

Updated By: Feb 8, 2013, 03:58 PM IST

গজল সম্রাট জগজিৎ সিংয়ের ৭২তম জন্মদিনে গুগল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল। আজকের গুগল ডুডলে জগজিত সিংয়ের সেই পরিচিত হারমোনিয়াম নিয়ে গান গাওয়ার ভঙ্গী।
আগ্রা ঘরানার ভারতীয় ক্লাসিকাল সঙ্গীতের এই কিংবন্তী হিন্দির সঙ্গে সঙ্গে পাঞ্জাবি, উর্দু, গুজরাতি সিন্ধি,নেপালি, বাংলা সহ বহু ভারতীয় ভাষায় গান গেয়েছেন। স্ত্রী চিত্রার সঙ্গে জুড়ি বেঁধে উপহার দিয়েছেন ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত একের পর এক অবিস্মরণীয় গান উপহার দিয়েছেন জগজিৎ। গান গেয়েছেন `তারকিব` ও `সরফরশ`-এর মত বেশ কিছু জনপ্রিয় সিনেমাতেও।
২০১১ তে প্রয়াত হয়েছেন জগজিৎ সিং। কিন্তু এখনও বিন্দুমাত্র ভাঁটা পড়েনি তাঁর জনপ্রিয়তায়। গুগলের তথ্য বলছে ভারতীয় গায়কদের মধ্যে এখনও যাঁর নাম সর্বাধিক সার্চ করা হয় তিনি জগজিৎ সিং।

.