Jayati Chakraborty: সংগীত পরিচালক ও গায়িকাকে না জানিয়েই ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে বাদ জয়তী চক্রবর্তীর গান, সমালোচনার ঝড় নেটপাড়ায়...

Indubala Bhaater hotel: সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী লেখেন, ‘ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ এ আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম।।অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।।আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে।বিষয়টি অবগত হবার পর আঘাত পেয়েছি বটেই।কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে যেটা তা হল , আমাকে জানিয়ে দিলেই আমি অনেক মানুষকে বলে বেড়াতাম না গানটি শোনার জন্য।...'

Reported By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Mar 22, 2023, 03:15 PM IST
Jayati Chakraborty: সংগীত পরিচালক ও গায়িকাকে না জানিয়েই ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে বাদ জয়তী চক্রবর্তীর গান, সমালোচনার ঝড় নেটপাড়ায়...

Indubala Bhaater Hotel, Jayati Chakraborty, Amit Chatterjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের চারটে এপিসোড। সিরিজের গান ইতোমধ্যেই পছ্ন্দ করেছে শ্রোতারা। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের একটি গান নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী। এই সিরিজের সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় এই সিরিজের একটি বিশেষ দৃশ্যের জন্য একটি গান গাইয়েছিলেন জয়তী চক্রবর্তীকে দিয়ে। সংগীতশিল্পীর দাবি তাঁকে না জানিয়েই সিরিজ থেকে সেই গান বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই অপমানিত বোধ করেন জয়তী। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন জয়তী চক্রবর্তী।

আরও পড়ুন- Jeet vs Salman Khan: বাংলা ছবির জগতে ইতিহাস গড়তে চলেছেন জিৎ, এবার সলমানের মুখোমুখি টলিউডের সুপারস্টার...

সংগীতশিল্পী লেখেন, ‘ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ এ আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম।।অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।।আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে।বিষয়টি অবগত হবার পর আঘাত পেয়েছি বটেই।কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে যেটা তা হল , আমাকে জানিয়ে দিলেই আমি অনেক মানুষকে বলে বেড়াতাম না গানটি শোনার জন্য।আমার কতটা আশা ভঙ্গ হলো সেই বিষয়টার বিচার নাহয় পরে করা যাবে কিন্তু যার কণ্ঠে এই গানটি সিরিজ এ রয়েছে সেই গুণী শিল্পীরও অপমান এটা, তাই নয় কি! কারণ নাম দেখানো হয়েছে আমার অথচ আমার কোনো গান রাখাই হয়নি। পছন্দ না হওয়াটা কোনো গর্হিত অপরাধ নয় বটেই। কোনো শিল্পীর আশা ভঙ্গ হওয়ার দায় ও কোনোদিন কেউ নেন নি আর নেবেনও না একথাও সত্যি। তবুও যাদের বলেছি যে "শুনবেন দেখবে আমার গান আছে...গানটি বড় ভালো..."এই মিথ্যাচার থেকে রেহাই পাবার প্রচেষ্টা করলাম মাত্র। ইন্দুবালা ভাতের হোটেল এ আমার কোনো গান নেই। কেউ আমাকে ভুল বুঝবেন না আশা রাখব।‘ পাশাপাশি সিরিজটি সবাইকে দেখারও অনুরোধ করেন গায়িকা। এরপরেই কমেন্ট বক্সে ধেয়ে আসে মন্তব্যের ঝড়। অনেকেই পাশে দাঁড়ান সংগীত শিল্পীর।

জি ২৪ ঘণ্টার তরফ থেকে জয়তী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘অসম্ভব খারাপ লেগেছে কারণ আগামী কাজ হিসাবে অনেকের কাছেই বলেছিলাম এই সিরিজে আমার এই গান আছে। কিন্তু অনেকেই শুনে আমার গলা চিনতে পারছিলেন না। প্রথমে ভেবেছিলাম হয়তো মিক্সিংয়ে কোনও অসুবিধে হয়েছে, তারপর আমিও দেখলাম, শুনে বুঝতে পারলাম, আমার গানটা ব্যবহার করা হয়নি। অমিতের স্ত্রী ইপ্সিতার গলায় যে রাফটা ছিল, সেটাই রাখা হয়েছে। আমার তাতে কোনও আপত্তি নেই, কিন্তু আমায় একবার জানাতে পারত। দেবালয় ভট্টাচার্য আমায় গানের একটা অংশ আবার গাইতে বলেছিল। আমি গত ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার গানটা রেকর্ড করি। যে সিনটায় আমার গান থাকার কথা ছিল, নেই সেখানে। আমাকে সিনটা দেখিয়েই গানটা গাওয়ানো হয়।’ সংগীতশিল্পী জানান যে, তাঁকে সংগীত পরিচালক অমিত ফোন করেছিলেন। তাঁর দাবি যে, তিনি নিজেও এই বিষয়ে কিছু জানেন না। 

আরও পড়ুন- Pathaan OTT Release: বড়পর্দায় দেখলেও এই ৫ টি কারণে ফের ওটিটিতে দেখতে হবে শাহরুখের ‘পাঠান’...

জয়তী চক্রবর্তীর উদ্দেশ্যে লোপামুদ্রা মিত্র লেখেন, মন খারাপ করিস না। এমন আরও অনেক কিছু ঘটবে। এই জগৎ আর আমাদের নেই। নিজের আনন্দে গেয়ে যা। লাজবন্তী রায় লিখেছেন, ‘খুব খারাপ লাগল শুনে। আন্দাজ করতে পারছি কোন গান টি। সিরিজ টা খুবই ভালো হয়েছে, কিন্তু তোমার মতো গুণী শিল্পী র সাথে এমন টা করা একেবারেই উচিৎ হয়নি। আর এই ব্যাপারটা এখন মাঝে মধ্যেই ঘটছে।’ রূপঙ্কর বাগচী লেখেন, ‘জয়তী তুমি সেরা ছিলে,থাকবে।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.