বিতর্কে জোকার-এর আইটেম নম্বর
`জান-এ-মান`-এর পর শিরীষ কুন্দের দর্শকদের সামনে আনতে চলেছে `জোকার`। তবে আগেই বিতর্কে জর্জরিত শিরীষের নতুন ছবি। আইনি জটিলতায় ফেঁসে এখন বেজায় ফাঁপড়ে শিরীষ। ছবিতে চিত্রাঙ্গদা সিং-এর একটি `আইটেম নম্বর`-এর ওপর কোপ ফেলেছে `সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন`।
`জান-এ-মান`-এর পর শিরীষ কুন্দের দর্শকদের সামনে আনতে চলেছে `জোকার`। তবে আগেই বিতর্কে জর্জরিত শিরীষের নতুন ছবি। আইনি জটিলতায় ফেঁসে এখন বেজায় ফাঁপড়ে শিরীষ। ছবিতে চিত্রাঙ্গদা সিং-এর একটি `আইটেম নম্বর`-এর ওপর কোপ ফেলেছে `সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন`।
এক বিশিষ্ট সমাজকর্মীর অভিযোগ অনুসারে চিত্রাঙ্গদার আইটেম নম্বরের নিষেধাজ্ঞা জারি করেছে সিবিএফসি। ওই সমাজকর্মী চিত্রাঙ্গদা সিং-এর গানের একটি দৃশ্য বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, গানের কথায় স্বাধীনতা সংগ্রামী ঝাঁসির রানিকে অপমান করা হয়েছে।
একই অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহারাষ্ট্রের কর্ণধার রাজকুমার তাক। তাঁর মতে অন্যতম এই স্বাধীনতা সংগ্রামীকে অপমান একদমই মেনে নেওয়া যায় না।`...বেবি আই জাস্ট ওয়ান্ট ইউ, ঝাঁসি কি রানি` এই কলিতেই আপত্তি জানানো হয়। লাঠি নিয়ে `ভালগার আইটেম গার্ল` চিত্রাঙ্গদা ঝাঁসির রানির তরোয়ালকে কটাক্ষ করেছেন বলেও অভিযোগ করেছেন রাজকুমার। প্রশ্ন তুলেছেন আইনজীবী এস কুঞ্জুরমনও। `কাফিরানা` গানে ঝাঁসি রানি লক্ষ্মীবাইকে যে ভাবে অপমান করা হয়েছে সেটা কোনওভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না বলে মনে করেন তিনি। এঁরা প্রত্যেকেই সিনেমা থেকে গানটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। এমনকী কুঞ্জুরমন হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন এই গান যদি না সরানো হয় তবে তাঁরা আরও উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।