অমিতাভ, আরাধ্যাদের আরোগ্য প্রার্থনা করতে গিয়ে ব্যঙ্গের মুখে জুহি চাওলা
জোর আলোচনা শুু হয়েছে জুহিকে নিয়ে
নিজস্ব প্রতিবেদন: অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যা করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই সেলেবরা একের পর এক ট্যুইট করতে শুরু করেন। সেলেবদের সেই তালিকা থেকে বাদ পড়েননি জুহি চাওলাও। অমিতাভ, অভিষেক এবং আয়ুর্বেদ বলে শুভ কামনা জানিয়ে বিগ বি-দের আরোগ্য প্রার্থনা করেন জুহি। এরপরই ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর পর আলিয়াকে ধর্ষণ, খুনের হুমকি, অভিযোগ মহেশ ভাটের মেয়ে শাহিনের
অমিতাভের নাতনি আরাধ্যার নাম লিখতে গিয়ে ভুল করে কি জুহি আয়ুর্বেদ লিখে ফেলেছেন, না বচ্চন পরিবারকে আয়ুর্বেদের উপর ভরসা রাখতে বলেন জুহি! যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে। ট্রোলিংয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের ওই ট্য়ুইট ডিলিট করে দেন জুহি চাওলা। পরে বচ্চনদের আরোগ্য কামনা করে ফের ট্যুইট করে জুহি। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনওরকম মন্তব্য করেননি।
Amitji, Abhishek, Aishwarya & Aaradhya... Our heartfelt best wishes for your speedy recovery My earlier tweet was not a typo, I meant , when I wrote , Ayurveda , that with Nature's Grace , it will help to recover fast . @SrBachchan @juniorbachchan
— Juhi Chawla (@iam_juhi) July 12, 2020
তবে দ্বিতীয় ট্য়ুইটে জুহি জানান, আয়ুর্বেদ লিখতে গিয়ে কোনও টাইপো হয়নি তাঁর। বরঞ্চ, তিনি অমিতাভদের আয়ুর্বেদের উপর ভরসা রাখতে বলেছেন। কিন্তু আয়ুর্বেদই যদি জুহি লিখতে যান, তাহলে ট্যুইট কেন ডিলিট করলেন, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন।