Kangana Ranaut: অভিনয় ছেড়ে এবার মানালিতে রেস্তোরাঁ খুলছেন কঙ্গনা! প্রথম গ্রাহক হিসাবে চান আবার দীপিকাকে...

Kangana Ranaut restaurant: চলতি বছরই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার 'ইমারজেন্সি'। এরপরই ক্যারিয়ারে নিয়ে নতুন চমক এনেছেন অভিনেত্রী। কঙ্গনা জানিয়েছেন, মানালিতে তিনি তাঁর প্রথম রেস্তোরাঁ খুলতে চলেছেন। 

Updated By: Feb 5, 2025, 08:48 PM IST
Kangana Ranaut: অভিনয় ছেড়ে এবার মানালিতে রেস্তোরাঁ খুলছেন কঙ্গনা! প্রথম গ্রাহক হিসাবে চান আবার দীপিকাকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের বিতর্কিত 'কুইন' কঙ্গনা রানাওয়াত। গত বছরের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে মাণ্ডির সাংসদ হয়েছিলেন তিনি। চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার 'ইমারজেন্সি'। যেখানে অভিনেত্রীকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বেশ চর্চায় থাকলেও, বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। ছবি মুখ থুবড়ে পড়ার পর বড় ঘোষণা করলেন অভিনেত্রী। কঙ্গনা জানিয়েছেন, মানালিতে তিনি তাঁর প্রথম রেস্তোরাঁ খুলতে চলেছেন। 

রেস্তোরাঁর নাম, দ্য মাউন্টেন স্টোরি। যেটা ২০২৫-এর ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন। শুধু তাই নয়, কঙ্গনা প্রকাশ করেছেন যে, তিনি তাঁর রেস্তোরাঁর প্রথম গ্রাহক হিসাবে দীপিকা পাডুকোনকে আমন্ত্রণ জানান।

কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরনো সাক্ষাত্‍কারের ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তিনি একটি রেস্তোরাঁ খোলার ইচ্ছা প্রকাশ করেছেন। সাক্ষাত্‍কারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে, 'আগামী ১০ বছর পর তিনি কী করবেন?' তাঁর উত্তরে কঙ্গনা বলেন, 'আমি এমন একটি রেস্তোরাঁ খুলতে চাই যেখানে পৃথিবীর সব ধরণের খাবার পাওয়া যাবে। আমি সারা বিশ্ব জুড়ে খেয়েছি, এবং আমার কাছে অসাধারণ রেসিপি রয়েছে। আমি কোথাও একটি  খুব সুন্দর ছোট ক্যাফে বানাতে চাই।'

আরও পড়ুন:Dowry: যৌতুক দেওয়ার পরও টাকা-বাইক দিতে না পারেননি শ্বশুর! রাগে স্ত্রীকে গলা টিপে মারল...

ওই সাক্ষাত্‍কারে হাজির ছিলেন দীপিকা পাডুকোনও। তিনি তখন পাশ থেকে বলেছিলেন, 'আমি তোমার প্রথম গ্রাহক হব।' ওই সাক্ষাত্‍কারটি কঙ্গনা রিশেয়ার করে লেখেন, 'যদি কথা বলার সময় মুখ থাকত, হা হা, তাহলে আমিই হতাম... আর দীপিকা তুমি আমার প্রথম গ্রাহক কিন্তু।'

প্রসঙ্গত,  বুধবার কঙ্গনা তাঁর রেস্তোরাঁটি ঘুরে দেখেন। তিনি জানিয়েছেন যে, রেস্তোরাঁয় হিমাচলি খাবার পাওয়া যাবে। এবং হিমাচলের আঞ্চলিক জিনিস দিয়ে সাজানো হয়েছে গোটা রেস্তোরাঁটি। রেস্তোরাঁর ভিডিয়ো শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'পাহাড় আমার হাড়, নদী আমার শিরা, বন আমার চিন্তাভাবনা, এবং তারা আমার স্বপ্ন।' আরেকটি পোস্টে তিনি আরও যোগ করেছেন, 'পাহাড় ডাকছে, এবং আমাকে অবশ্যই সাড়া দিতে হবে।'

কাজের দিক দিয়ে কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল 'ইমারজেন্সি' ছবিটি। এই ছবির মাধ্যমে অভিনেত্রী পরিচালনায় ডেবিউও দিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.